West Bengal news: ফুল বিক্রি করতে গিয়ে হরিহরপাড়ার দুই ফুল ব্যবসায়ী নিখোঁজ! উৎকণ্ঠায় পরিবার

Last Updated:

West Bengal news: মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার হুমায়পুর অঞ্চলের তাজপুর দাসপাড়ায় চাঞ্চল্য। ফুল ব্যবসার কাজে গিয়ে নিখোঁজ হয়ে গেছেন দুই শ্রমিক। পরিবার সুত্রে জানা গিয়েছে, গত ৫ অক্টোবর তাজপুর দাসপাড়ার দুই বাসিন্দা শ্যামল দাস ও সনাতন দাস ফুল ও খেলনা বিক্রির উদ্দেশ্যে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন।

দুই শ্রমিকের নিখোঁজের ঘটনায় উৎকন্ঠায় পরিবার
দুই শ্রমিকের নিখোঁজের ঘটনায় উৎকন্ঠায় পরিবার
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার হুমায়পুর অঞ্চলের তাজপুর দাসপাড়ায় চাঞ্চল্য। ফুল ব্যবসার কাজে গিয়ে নিখোঁজ হয়ে গেছেন দুই শ্রমিক। পরিবার সুত্রে জানা গিয়েছে, গত ৫ অক্টোবর তাজপুর দাসপাড়ার দুই বাসিন্দা শ্যামল দাস ও সনাতন দাস ফুল ও খেলনা বিক্রির উদ্দেশ্যে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন। প্রথম দিকে পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ থাকলেও দুই থেকে তিন দিন পর থেকেই তাদের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর থেকে পরিবারের সদস্যরা তাদের ফোনে আর যোগাযোগ করতে পারছেন না। যার কারণে উৎকণ্ঠা এখন দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দীর্ঘ দিন ধরে কোনও খোঁজ না মেলায় উৎকণ্ঠা ছড়িয়েছে পরিবার ও এলাকায়। নিখোঁজ দুই ব্যবসায়ীর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।
advertisement
এই ঘটনার পর বিধায়ক নিয়ামত শেখের নির্দেশে হুমায়পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বনমালী সরকার, স্থানীয় নেতা শফিকুল শেখ সহ অন্যান্যরা নিখোঁজদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন। তারা প্রশাসনিক সহযোগিতা ও দ্রুত অনুসন্ধানের আশ্বাস দিয়েছেন। ফিরে আসুক দুই পরিবারের শ্রমিক। কান্নায় আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
advertisement
পরিবারের সদস্যদের এখন প্রশ্ন, কোথায় গেলেন শ্যামল ও সনাতন? প্রশাসনের তৎপরতায় কি খোঁজ মিলবে দুই নিখোঁজ ফুল ব্যবসায়ীর। সেই দিকেই তাকিয়ে পরিবারসহ স্থানীয়রা। যদিও হরিহরপাড়া থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে এখন তদন্ত শুরু করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: ফুল বিক্রি করতে গিয়ে হরিহরপাড়ার দুই ফুল ব্যবসায়ী নিখোঁজ! উৎকণ্ঠায় পরিবার
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement