Electrocution in Airport: দুর্যোগ-বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা! আশঙ্কাজনক কলকাতা বিমানবন্দরের দুই কর্মী
- Published by:Teesta Barman
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
Electrocution in Airport: আজ, সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় দুর্যোগ ঘনিয়ে এসেছিল দুপুরের দিকে। প্রবল ঝড়বৃষ্টির তাণ্ডব চলে ঘণ্টাখানেক। প্রবল বাজ পড়ে সেই সময়ে। আর তখনই এই দুর্ঘটনাটি ঘটে।
কলকাতা: চরম দুর্যোগে জেরবার দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ঝড়বৃষ্টির দাপটের সঙ্গে তাল মিলিয়ে বজ্রপাতে ফালাফালা হচ্ছে আকাশ। সেই বজ্রপাতের জেরেই মর্মান্তিক দুর্ঘটনা কলকাতা শহরে। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর গুরুতর অসুস্থ আশঙ্কাজনক এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের দুই কর্মী। দু’জনের শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। আপাতত দুই কর্মীই কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
গত সপ্তাহেও একাধিক জেলায় মুহুর্মুহু বজ্রপাতে একাধিক মৃত্যু হয়েছে রাজ্যে। বৃহস্পতিবার প্রাকৃতিক দুর্যোগ আর ঘনঘন বজ্রপাতে মালদহে মৃত্যু হয় ১১ জনের। একইদিনে বজ্রাঘাতে মর্মান্তিকভাবে মৃত্যু হয় মুর্শিদাবাদের নবগ্রামের পাঁচগ্রামের এক ব্যক্তির। এছাড়াও আহত হন আরও ৩ জন। জলপাইগুড়িতেও মৃত্যু হয়েছে বজ্রপাতে।
advertisement
advertisement
আজ, সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় দুর্যোগ ঘনিয়ে এসেছিল দুপুরের দিকে। প্রবল ঝড়বৃষ্টির তাণ্ডব চলে ঘণ্টাখানেক। প্রবল বাজ পড়ে সেই সময়ে। আর তখনই এই দুর্ঘটনাটি ঘটে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2024 11:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Electrocution in Airport: দুর্যোগ-বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা! আশঙ্কাজনক কলকাতা বিমানবন্দরের দুই কর্মী