ব্যাঙ্কে জাল নোট জমা করতে গিয়ে গ্রেফতার দুই গ্রাহক !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ব্যাঙ্ক ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে ওই ব্যাঙ্কের গ্রাহক মাম্পি বিশ্বাস ও রাকিবুল হাসানকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
#কেতুগ্রাম: সরকারি ব্যাঙ্কের ক্যাশ কাউন্টারে জাল নোট জমা করতে গিয়ে ধরা পড়ল এক মহিলা-সহ দুই গ্রাহক। কেতুগ্রামের স্টেট ব্যাঙ্কের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যাঙ্ক ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে ওই ব্যাঙ্কের গ্রাহক মাম্পি বিশ্বাস ও রাকিবুল হাসানকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
গোল্ড ঋণের এক লাখ টাকা পরিশোধ করতে গতকাল, শুক্রবার দুপুরে খলিপুরের বাসিন্দা রাকিবুল হাসান ও মাম্পি বিশ্বাস ১ লাখ ২৫৮ টাকা নিয়ে কেতুগ্রামের শাখায় জমা করতে যান। কেতুগ্রাম শাখার ক্যাশিয়ার টাকা গুলি পরীক্ষার সময় ১৬টি জাল ৫০০ টাকার নোট উদ্ধার করে গ্রাহক রাকিবুলকে বলেন আপনি কী ভাবে কোথা থেকে এত জাল নোট পেলেন।
advertisement
রাকিবুল হাসান ও মাম্পি বিশ্বাস দু’জনেই জাল নোট অস্বীকার করে ক্যাশিয়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন। গ্রাহকদের কথার মধ্যে অসংগতি দেখা দিলে ব্যাঙ্ক ম্যানেজার নিজেই অভিযুক্ত দুই গ্রাহকের বিরুদ্ধে কেতুগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। কেতুগ্রাম থানার পুলিশ ধৃত রাকিবুল হাসান ও মাম্পি বিশ্বাসকে তদন্তের জন্য সাত দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে কাটোয়া মহকুমা আদালতে পেশ করলে বিচারক ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ শোনান।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 18, 2020 6:03 PM IST