Durga Puja 2025: কে বলল মুর্তি বানাতে প্রচুর খরচ? মাত্র ৩০০ টাকায় দুর্গা প্রতিমা বানিয়ে সাড়া ফেলে দিল ২ খুদে প্রতিভা! কী দিয়ে বানান জানেন? শুনলে বিশ্বাস হবে না
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
Durga Puja 2025: ফেলে দেওয়া জিনিস দিয়ে ৬ ফুটের দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগাল দুই স্কুল পড়ুয়া।
বর্ধমান, সায়নী সরকার: ফেলে দেওয়া জিনিস দিয়ে ৬ ফুটের দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগালেন দুই স্কুল পড়ুয়া। ৩০০ টাকা খরচায় মা দুর্গা বানিয়ে বাড়িতেই পুজো করবেন ওই দুই পড়ুয়া-সহ তাদের পরিবারের লোক। দৈনন্দিন জীবনে ব্যবহৃত কাগজের বাক্স থেকে শুরু করে আরও কত কিছুই না ফেলে দেওয়া হয় ব্যবহারের অযোগ্য মনে করে। কিন্তু সেই সব দিয়ে দুর্গাপ্রতিমা তৈরি করল বর্ধমানের দুই শিশুশিল্পী শৌর্যদীপ দত্ত ও স্বপ্নদীপ দত্ত। খাজা আনোয়ার বেড় এলাকার বাসিন্দা এই দুই ভাইয়ের তৈরি মূর্তি দেখতে রোজই ভিড় জমাচ্ছেন এলাকার বাসিন্দারা।
বর্ধমান খাজা আনোয়ার বেড় এলাকার বাসিন্দা বর্ধমান মিনিউসিপাল হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র শৌর্যদীপ দত্ত এবং খাজা আনোয়ার বেড় মধুমিতা বিদ্যামন্দিরের চতুর্থ শ্রেণীর ছাত্র স্বপ্নদীপ দত্ত। দুই ভাই জ্যাঠা স্বপন দত্তের কাছে আঁকা শেখে। তাদের জ্যাঠাই তাদের অনুপ্রেরণা।
advertisement
advertisement
মাঝে মাঝেই জ্যাঠাকে দেখে ফেলে দেওয়া জিনিস দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে আর তার দেখে তারাও ভাবতে শুরু করে আমরাও কিছু বানাবো। এরপরই যেমন ভাবা তেমন কাজ ।রাস্তায় ফেলে দেওয়া পেটি ও কাগজের বাক্স জোগাড় করে শুরু করে দুর্গা প্রতিমা বানানো। তিন মাসের প্রচেষ্ট এই প্রতিমা বানিয়েছেন তারা। তবেই প্রথম না এর আগেও জগন্নাথ দেবের মূর্তি তৈরি করেছিলেন।
advertisement
শৌর্যদীপ ও স্বপ্নদ্বীপ জানায়, তাদের জেঠু স্বপন দত্তর কাছে আঁকা শিখতে গিয়ে দুর্গাপ্রতিমা তৈরির বিষয়টি মাথায় আসে। যেমন ভাবা, তেমন কাজ। পড়ে থাকা কাগজের বাক্স জোগাড় করে সেগুলো কেটে তার উপরে দুর্গার ছবি আঁকে। পরে সেই ছবি কেটে রং করেছে। কাগজের বাক্স ছাড়া সম্পূর্ণ প্রতিমার রূপ দিতে পাটকাঠি, তুলো ও নারকেলের ছোবড়া ব্যবহার করেছে তারা।
advertisement
বাবা মলয় দত্ত জানান, ‘‘প্রথমে বুঝতে পারছিলাম না কী বানাচ্ছে।পরে আমাকে বলে কয়েকটা রং এনে দেওয়ার জন্য। পরে দেখি মা দুর্গার মুর্তি বানাচ্ছে। এতে আমি খুব আপ্লুত। মনে হচ্ছে বাড়িতে মা দুর্গা চলে এসেছেন।’’ তিনি আরও জানান, ‘‘আমরা আমাদের মত করে বাড়িতেই পুজো করব এই প্রতিমার।’’
advertisement
শৌর্যদীপ ও স্বপ্নদীপের সৃজনশীলতা এবং নিষ্ঠা প্রমাণ করে যে, যথাযথ অনুপ্রেরণা ও সামান্য চেষ্টায় আবর্জনাও শিল্পকর্মে রূপান্তরিত হতে পারে। তাদের এই কাজ শুধু নিজেদের পরিবারের জন্য আনন্দের নয়,বরং স্থানীয় মানুষদের মধ্যেও এক নতুন চিন্তার উন্মোচন করেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 24, 2025 11:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: কে বলল মুর্তি বানাতে প্রচুর খরচ? মাত্র ৩০০ টাকায় দুর্গা প্রতিমা বানিয়ে সাড়া ফেলে দিল ২ খুদে প্রতিভা! কী দিয়ে বানান জানেন? শুনলে বিশ্বাস হবে না
