ক্যানসারে আড়াই বছরের শিশু হারাল দৃষ্টি, মা-মেয়েকে ঘরছাড়া করল বাবা

Last Updated:

বয়স আড়াই। পৃথিবী চেনার আগেই একটা চোখে তার নিকষ কালো অন্ধকার। কলকাতা মেডিক্যাল কলেজে বাদ গেছে ক্যানসার আক্রান্ত ডান চোখ।

#রামপুরহাট: বয়স আড়াই। পৃথিবী চেনার আগেই একটা চোখে তার নিকষ কালো অন্ধকার। কলকাতা মেডিক্যাল কলেজে বাদ গেছে ক্যানসার আক্রান্ত ডান চোখ। চলছে কেমোথেরাপি। অসুস্থ মেয়ে ও তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বাবা। এখন তাঁদের ভরসা রামপুরহাট স্টেশনে সান্ধ্য আড্ডা দিতে আসা কয়েকজন যুবক।
ফুটফুটে মেয়ে। জন্মের পর থেকেই বাবার চোখের কাঁটা। বারো বছর আগে তার মা রুকসানা বিবির সঙ্গে বিয়ে হয় বীরভূমের পাচামি গ্রামের আজাদ শেখের। মেয়ের জন্মের পর থেকেই শুরু হয় অত্যাচার। সনম খাতুনের চোখের সমস্যা থাকলেও ডাক্তার দেখাতে চায়নি তার বাবা। এক বছর বয়সে যখন ডাক্তার দেখানো হল তখন আর কিছু করার ছিলনা। সনমের ডান চোখের টিউমার ততদিনে মারণ রোগে পরিণত।
advertisement
advertisement
এর পরই মেয়ে-সমেত রুকসানাকে বাড়ি থেকে বের করে নতুন সংসার পাতে আজাদ। বিধবা মায়ের সামান্য আর্থিক সাহায্যে কলকাতা মেডিক্যাল কলেজে মেয়ের চিকিৎসা শুরু করেন রুকসানা। চিকিৎসকরা সনমের ডান চোখ বাদ যায়।
খরচ অনেক। ক্রমেই নিভে আসছিল আশার আলো। সেই সময়েই তাঁরা পাশে পেলেন রামপুরহাট স্টেশন সংলগ্ন এলাকার কিছু যুবককে। সান্ধ্য আড্ডায় চায়ের কাপে যাঁরা তর্কের তুফান তোলেন, আজ তাঁদের সাহায্যেই একটু একটু করে ফিরছে বিশ্বাস।
advertisement
আড়াই বছরের শিশুর চোখে রে চলছে। এরপর শুরু হবে কেমোথেরাপি। বহু পথ যেতে বাকি। সে পথে অসহায় মা-মেয়ের আশার আলো বলতে একমাত্র সান্ধ্য আড্ডার জনা কয়েক যুবক। আরও কেউ কি সাহায্য করতে পারেন? আরজি রুকসানার ।
প্রতিবেদন: অক্ষর ধীবর
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ক্যানসারে আড়াই বছরের শিশু হারাল দৃষ্টি, মা-মেয়েকে ঘরছাড়া করল বাবা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement