Bikes :TVS-এর প্রথম অ্যাডভেঞ্চার বাইক, লঞ্চের তারিখও পাকা, জেনে নিন কী কী ফিচার্স থাকছে
- Published by:Suman Majumder
- Written by:Trending Desk
Last Updated:
Bikes : এক নজরে দেখে নেওয়া যাক TVS Apache RTX 300 দেখতে কেমন হবে এবং এর বিশেষ বৈশিষ্ট্যগুলি কী কী।
কলকাতা : TVS মোটর কোম্পানি বিগত কয়েক মাসে বেশ কিছু নতুন দু-চাকার গাড়ি বাজারে এনেছে, যার মধ্যে রয়েছে Orbiter এবং Ntorq 150-এর মতো স্কুটার এবং আপডেটেড RTR 310। এখন, TVS ভারতীয় বাজারে তাদের প্রথম অ্যাডভেঞ্চার মোটরসাইকেল, Apache RTX 300 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে।
এই বছর ইন্ডিয়া মোবিলিটি গ্লোবাল এক্সপোতে এই বাইকটির একটি ঝলক দেখানো হয়েছিল, কিন্তু পরে কোম্পানি এটিকে সরিয়ে দেয়। এখন, কোম্পানি এটি ১৫ অক্টোবর, ২০২৫ তারিখে লঞ্চ করতে চলেছে। এক নজরে দেখে নেওয়া যাক TVS Apache RTX 300 দেখতে কেমন হবে এবং এর বিশেষ বৈশিষ্ট্যগুলি কী কী।
সেমি-ফেয়ার্ড ADV বাইক
advertisement
প্রথমে, TVS Apache RTX 300-এর লুক সম্পর্কে জেনে নেওয়া যাক। এটি সাধারণ অ্যাডভেঞ্চার বাইক থেকে কিছুটা আলাদা দেখতে। এটি একটি সেমি-ফেয়ার্ড বাইক, তবে এটি সহজেই কঠিন রাস্তায় চালানো যেতে পারে। RTR 310 বা RR 310-এর তুলনায় এতে ভাল গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকবে। এতে ১৯ ইঞ্চি সামনের এবং ১৭ ইঞ্চি পিছনের অ্যালয় হুইল থাকবে যার সঙ্গে মোটা ডুয়াল-স্পোর্ট টায়ার থাকবে। Apache RTX 300-এ সোনালি ফিনিশ সহ আপসাইড-ডাউন ফ্রন্ট ফর্ক থাকবে, অন্য দিকে, পিছনে মনোশক সাসপেনশন থাকবে।
advertisement
নিরাপত্তা এবং বৈশিষ্ট্য
TVS Apache RTX 300-এ সামনের এবং পিছনের উভয় চাকায় সিঙ্গল ডিস্ক ব্রেক সহ ডুয়াল-চ্যানেল ABS থাকবে। এতে একটি লম্বা উইন্ডস্ক্রিন সহ আকর্ষণীয় ফ্রন্ট ফ্যাসিয়া থাকবে। এতে মোটা নাকল গার্ড, লাগেজ মাউন্টিং পয়েন্ট এবং একটি পিছনের লাগেজ পার্ক রয়েছে। প্রযুক্তিগত বৈশিষ্ট্যের দিক থেকে TVS Apache RTX-এ নতুন Apache RTR 310-এর মতো একটি ডিজিটাল TFT ইন্সট্রুমেন্ট ক্লাস্টার থাকবে, যার সঙ্গে ব্লুটুথ সংযোগ, SmartXonnect অ্যাপ সাপোর্ট, মিউজিক নিয়ন্ত্রণ, টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং আরও অনেক কিছু থাকবে।
advertisement
নতুন ইঞ্জিন দিয়ে সজ্জিত
ইঞ্জিন এবং শক্তির দিক থেকে আসন্ন TVS Apache RTX 300-এ কোম্পানির একেবারে নতুন RT-XD4 ইঞ্জিন থাকবে বলে আশা করা হচ্ছে। এতে ৩০০cc DOHC ৪-ভালভ সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিনও থাকবে যা সর্বোচ্চ ৩৫ bhp শক্তি এবং ২৮.৫ Nm সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে সক্ষম। এটি একটি ৬-স্পিড গিয়ারবক্স দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন- সত্যিই কুকুরের লেজের মতোই বেঁকা নকভির দিমাগ! একটা আলমারিতে লক করে রেখে দিয়েছেন এশিয়া কাপ
প্রতিযোগিতা
৩৫০cc-এর কম শক্তির বাইকের উপর সাম্প্রতিক GST হ্রাসের পর আশা করা হচ্ছে যে আসন্ন TVS Apache RTX 300-এর দামও কম হবে এবং তা রয়্যাল এনফিল্ড, ইয়েজদি, কাওয়াসাকি এবং হিরো মোটোকর্পের মতো কোম্পানির অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের সঙ্গে প্রতিযোগিতা করবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 12, 2025 4:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bikes :TVS-এর প্রথম অ্যাডভেঞ্চার বাইক, লঞ্চের তারিখও পাকা, জেনে নিন কী কী ফিচার্স থাকছে