#কাঁকসা: বর্ধমানের কাঁকসায় আলুবোঝাই লরি ও যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল সাতজনের ৷ আহত দুই ৷ গুরুতর আশঙ্কাজনক অবস্থায় মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাদের ৷
মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কে ৷ রবিবার ভোরে কাঁকসার ধোবারুতে পূর্ণ গতিতে থাকা মালবাহী লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে যাত্রীবাহী মারুতি গাড়ির ৷ ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ছয়জনের ৷ হাসপাতালে পরে আরও একজনের মৃত্যু হয় ৷ গাড়িতে থাকা বাকি দুই যাত্রীর অবস্থা আশঙ্কাজনক ৷ তাদের মধ্যে একজনের পা বাদ গিয়েছে ৷
মৃত ও আহতদের বাড়ি কালনার সমুদ্রগড়ে ৷ প্রত্যেকের বয়স ২২ থেকে ৩০ বছরের মধ্যে ৷ বীরভূমের পাথরচাপরি এলাকা থেকে কালনায় ফিরছিলেন তারা ৷ ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ ।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । পুলিশের প্রাথমিক অনুমান ভোররাতের দিকে গাড়ীর চালকের চোখ লেগে গেছিল সম্ভবত । আর সেই কারনেই ঘটে এই দুর্ঘটনা । ট্রাকটিকে আটক করা গেলেও চালক ও খালাসী পলাতক ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Burdwan, Kaksha, Road Accident