বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ! আহত ৪০-এরও বেশি যাত্রী

representative image

representative image

বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ! আহত ৪০-এরও বেশি যাত্রী

  • Last Updated :
  • Share this:

    #মুর্শিদাবাদ: বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ পথদুর্ঘটনার শিকার বাসযাত্রীরা। গুরুতর আহত হয়েছেন ৪০-এরও বেশি যাত্রী। জানা গিয়েছে, ধনীরামপুর থেকে বহরমপুরের দিকে আসছিল যাত্রী বোঝাই বাসটি। অন্যদিকে, ভাদুরিয়া পাড়া থেকে ধনীরামপুরের দিকে যাচ্ছিল একটি খালি লরি। দু'টির গতিই ছিল লাগামহীন। একদম কাছাকাছি চলে আসায়, বাস ও লড়ি কেউই নিয়ন্ত্রণ সামলাতে পারে না। বাস ও লড়ির মধ্যে মুখোমুখি ধাক্কা লাগে।

    দুর্ঘটনাটি ঘটেছে জলঙ্গী থানার নতুনপাড়া এস এস কে স্কুলের সামনে। ঘড়িতে তখন সকাল ৮টার মতো। এই ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষি ছিলেন অনেকেই। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আহতদের উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চলছে চিকিৎসা।

    আরও পড়ুন-মুর্শিদাবাদে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

    First published:

    Tags: 40 passengers injured, Murshidabad-accident-, Natunpara, Truck lorry head on clashMurshidabad district Jalangi police station