Jhargram news : আদিবাসী সমাজের পাতা নাচ ভাগ্য বদলে দিল জঙ্গলমহলের বিজলীর!

Last Updated:

জঙ্গলমহলের বাসিন্দা বিজলি মুর্মু আদিবাসী সমাজের পাতা নাচের মধ্য দিয়ে রাজ্যপালের চোখে তাক লাগিয়ে নিজের ভাগ্য নিজেই বদলে ফেলল।

+
পাতা

পাতা নাচ পরিবেশ করছেন বিজলী 

ঝাড়গ্রাম : জঙ্গলমহলের বাসিন্দা বিজলি মুর্মু আদিবাসী সমাজের পাতা নাচের মধ্য দিয়ে রাজ্যপালের চোখে তাক লাগিয়ে নিজের ভাগ্য নিজেই বদলে ফেলল।বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার পাটাশিমুল গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে সংকল্প সৃষ্টি শিক্ষা নিকেতন পরিদর্শন করতে এসেছিলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই শিক্ষা নিকেতন পরিদর্শনকালে জঙ্গলমহলের শালবনি গ্রামের বিজলীমুরমু নামের আদিবাসী মহিলা রাজ্যপালের সামনে আদিবাসী সমাজের একটি উল্লেখযোগ্য পাতা নৃত্ত প্রদর্শন করে তাক লাগিয়ে দেয়, সে নিত্যে চোখ জুড়িয়ে যায় রাজ্যপালের, তিনি সেই নৃত্য দেখে অভিভূত হয়ে পরে মঞ্চে বিজলীকে ডেকে সম্মান জ্ঞাপন করেন।
জঙ্গলমহলের আদিবাসী কন্যা বিজলীকে রাজ ভবনের সংস্কৃতি দলের সদস্য পদ প্রদান করেন। বিজলির বাড়ি মেদিনীপুরের জেলার শালবনি গ্রামে। এদিন ঝাড়গ্রাম জেলার এই শিক্ষা নিকেতন প্রদর্শনে রাজ্যপাল আসায় তার ডাক পড়েছিল পাটাশিমুল গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে।
advertisement
advertisement
সেখানে সে মাথায় তিনটি কলসি ও নটি ঘটি যার সম্মিলিত ওজন প্রায় সাড়ে কুড়ি কিলো, সেই ওজন নিয়ে চোখে মুখে কোনও কষ্টের ছাপ না রেখে রাজ্যপালের সামনে একটি পাতা নিত্য প্রদর্শন করে। তার এই নৃত্যই চোখের নিমিষে তার ভাগ্য বদলে দেয়, যা তার কল্পনাতীত বলেই জানাচ্ছে বিজলি।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
এই পাতা নৃত্যের মধ্য দিয়ে জঙ্গলমহলের একটি ছোট্ট গ্রাম থেকে সোজা রাজভবনে ঠাঁই হবে বলে বিজলী কখনওভাবেনি। রাজভবনের সংস্কৃতি দলের সদস্য হওয়ায় বিজলী এবং বিজলীর গ্রাম শালবনীতে খুশির হাওয়া বইতে শুরু করেছে।
বুদ্ধদেব বেরা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram news : আদিবাসী সমাজের পাতা নাচ ভাগ্য বদলে দিল জঙ্গলমহলের বিজলীর!
Next Article
advertisement
SSC: পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
পুরনো স্কুলের চাকরি ফিরে পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা! কীভাবে? বড় সিদ্ধান্ত এসএসসি-র
  • পুরনো স্কুল শিক্ষকতায় ফিরতে চলেছেন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। আগামী ১ নভেম্বর থেকে তাঁদের নবম ও দশম শ্রেণির শিক্ষকতায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

VIEW MORE
advertisement
advertisement