North 24 Parganas News: আচমকা বৃদ্ধার মাথায় আস্ত গাছের ডাল...! লুটিয়ে পড়লেন চোখের সামনে, তারপর যা ঘটল...

Last Updated:

North 24 Parganas News: রোডের ধারে থাকা একটি পুরনো শিরীষ গাছের পোকাধরা শুকনো ডাল ভেঙে, মৃত্যু হল এক মহিলার।

যশোর রোডে গাছের ডাল মাথায় পড়ে মৃত্যু বৃদ্ধার
যশোর রোডে গাছের ডাল মাথায় পড়ে মৃত্যু বৃদ্ধার
উত্তর ২৪ পরগনা: জাতীয় সড়ক যশোর রোডে ফের গাছ বিপদের আশঙ্কা! অতীতেও প্রাচীন যশোর রোড পার্শ্বস্থ এই দীর্ঘাকৃতির গাছগুলির জন্য প্রাণ সংশয়, দুর্ঘটনা ঘটেছে। তাই এলাকার স্থানীয় মানুষজন কিছুটা হলেও যেন আতঙ্কে থাকেন এই গাছগুলিকে নিয়ে। তবে আবারও এদিন গাছের ডালই প্রাণ কাড়ল।
উত্তর ২৪ পরগনার যশোর রোডের ধারে থাকা একটি পুরনো শিরীষ গাছের পোকাধরা শুকনো ডাল ভেঙে, মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম অনিমা দাস, বয়স ৫৫। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার আমকোলা এলাকায়। এই ঘটনায় ফের ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বহু বার অভিযোগ জানিয়েও গাছ কাটার বা ডাল ছাঁটার কোনও স্থায়ী ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।
advertisement
advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  টানা চলা বৃষ্টি ও দমকা হাওয়ার কারণেই ঘটেছে এমন বিপত্তি। অনিমা দেবীর বাড়ি যশোর রোড লাগোয়া সরকারি জমিতে, টিনের ছাউনি দেওয়া একটি ঘর। হঠাৎই একটি বড় শুকনো ডাল সেই ঘরের উপর ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শী নাতি রবি দাস জানান, দমকা হাওয়ায় শিরীষ গাছের ডাল ভেঙে টিনের চাল ভেদ করে সোজা দিদিমার মাথায় পড়ে। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যান তিনি। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মৃতার মেয়ে মিঠু দাস বলেন, এ রকম গাছ এবং ডাল যশোর রোডের ধারে প্রচুর রয়েছে। সেগুলিকে আগে না কাটলে আরও দুর্ঘটনা ঘটবে। স্থানীয়রা বলছেন, বারবার একই ঘটনা ঘটলেও প্রশাসনের তরফে কোনও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া হয় না। ফলে যশোর রোড এই প্রাচীন গাছগুলি যেন হয়ে উঠেছে আতঙ্ক।
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: আচমকা বৃদ্ধার মাথায় আস্ত গাছের ডাল...! লুটিয়ে পড়লেন চোখের সামনে, তারপর যা ঘটল...
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement