খারাপ আবহাওয়ার মাঝেই মাছ ধরতে যাচ্ছিল ট্রলার! কোনওক্রমে প্রাণে বাঁচলেন ১৫ জন!
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
প্রাকৃতিক বিপর্যয় ও আবহাওয়া খারাপের জেরে নদীতে বেড়েছে জলের স্তর। আর যার জেরে রায়দিঘিতে দুর্ঘটনার কবলে পড়ল একটি ট্রলার। ওই ট্রলারের নাম দেবী বর্গভীমা।
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: প্রাকৃতিক বিপর্যয় ও আবহাওয়া খারাপের জেরে নদীতে বেড়েছে জলের স্তর। আর যার জেরে রায়দিঘিতে দুর্ঘটনার কবলে পড়ল একটি ট্রলার। ওই ট্রলারের নাম দেবী বর্গভীমা।
ট্রলারটিতে ১৫ জন মৎস্যজীবী ছিলেন। জানা যাচ্ছে ট্রলারটি ঘাট ছেড়ে মাছ ধরতে যাচ্ছিল সেই সময় জোয়ারের জলে ট্রলারটি অনেকটা উঁচুতে উঠে গিয়ে জেটিতে ধাক্কা লাগে।
সেই সময় পাশে থাকা মাতৃ আশীষ নামের একটি ট্রলার ওই ট্রলারের মৎস্যজীবীদের উদ্ধার করে। পরে ভাটার সময় ট্রলারটিকে সোজা করার চেষ্টা করা হচ্ছে।
advertisement
জেটিঘাটের ৫০ মিটারের মধ্যে এই ঘটনা ঘটায় বড়সড় বিপদের হাত থেকে রেহাই পাওয়া গিয়েছে। দুর্ঘটনার খবর যায় রায়দিঘি থানায়। বর্তমানে ট্রলারটিকে জল থেকে তোলার চেষ্টা করা হচ্ছে।
advertisement
তবে বেশ কিছু মৎস্যজীবীর দাবি, ট্রলারটি ভাটার সময় জেটির কাছে ছিল। এরপর জোয়ার আসতে শুরু করলে ট্রলারটি ভাসতে থাকে। এক পর্যায়ে ট্রলারটি জেটির উপর উঠে যায়। এরপর এই ঘটনা ঘটে।
তবে প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কতা থাকা সত্ত্বেও কিভাবে ওই ট্রলারটি ঘাট থেকে ছাড়ল তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই বিষয়টি খতিয়ে দেখছে মৎস্যজীবী সংগঠন। এই ঘটনায় অন্যান্য মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। নদীর জলের স্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
advertisement
এই নিয়ে চলতি মরশুমে তিনবার রায়দিঘি জেটি ঘাটের কাছে এই ট্রলার দুর্ঘটনার ঘটনা ঘটল। ফলে কেন এই ঘটনা ঘটছে তার খতিয়ে দেখছে পুলিশ ও মৎস্যজীবী সংগঠন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 23, 2025 10:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খারাপ আবহাওয়ার মাঝেই মাছ ধরতে যাচ্ছিল ট্রলার! কোনওক্রমে প্রাণে বাঁচলেন ১৫ জন!