Travel story: সাইকেলে ৯০০ কিলোমিটার! কোথা থেকে কোথায় চললেন ২৫ বছরের যুবক? জানলে চমকে যাবেন!

Last Updated:

Travel Tips: ইচ্ছাশক্তি থাকলে সব অসম্ভবকে সম্ভব করা সম্ভব! শিক্ষা দিলেন বীরভূমের এই যুবক।

+
সাইকেলে

সাইকেলে ৯০০ কিলোমিটার! টাকা ছাড়াই কোথায় চললেন ২৫ বছরের যুবক?

বীরভূম: বীরভূম জেলার ময়ূরেশ্বর থেকে সাইকেলে যাত্রা শুরু করলেন বছর পঁচিশের দীপক প্রধান। উদ্দেশ্য, পরিবেশ রক্ষা সম্পর্কে সচেতনতা তৈরি করা। এর জন্য তাঁকে পাড়ি দিতে হবে প্রায় ৮১৮ কিলোমিটার। জাতীয় সড়ক ছেড়ে গ্রাম্য পথ দিয়ে গেলে আরও প্রায় ১৫০ কিলোমিটার ঘুরপথ বেশি। ১৩ অক্টোবর থেকে এই সাইকেল যাত্রায় সঙ্গী সে একাই। সাইকেলের সামনে লেখা রয়েছে, ‘বায়ু দূষণ রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’, ‘জলই জীবন জলই প্রাণ জল বাঁচাতে হাত লাগান’।
আরও পড়ুন- শরীরের সবচেয়ে ব্যস্ত অঙ্গ কোনটা? ভাবতেও পারছেন না…! উত্তরে এমনই চমক…!
দীপক বাবু বলেন, পরিবেশ দূষণ ও জল সমস্যা সারা বিশ্বের কাছে মাথা ব্যথার অন্যতম কারণ। এর পাশাপাশি পরিবেশ দূষণ এর ফলে দিন দিন গরমের পরিমাণ বাড়ছে। চলতি বছর প্রায় ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়েছিল বঙ্গবাসী।আমরা যদি সচেতন না হইতাহলে আগামী প্রজন্মের জন্য পরিবেশকে বসবাসযোগ্য করে রাখতে পারব না।এ নিয়ে রাস্তায় নেমে মানুষকে সজাগ করে তুলতে হবে। বন দফতরের পাশাপাশি সেই কাজ করতে সচেতন সাধারণ মানুষজনকেও এগিয়ে আসতে হবে।
advertisement
ময়ূরেশ্বরের দীপক প্রধান ১৩ তারিখ সাইকেলে করে দিঘা থেকে থেকে এই যাত্রা শুরু করেছিল। তাঁর যেতে অন্তত সময় লাগবে ৯ থেকে ১০ দিন। তিনি আমাদের জানান, তাঁর এই যাত্রাপথে তিনি বিভিন্ন মানুষের সহযোগিতা পেয়েছেন এবং সঙ্গে পেয়েছেন অফুরন্ত ভালোবাসা। খুব অল্প পরিমাণ টাকা নিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়েছেন এবং সেই টাকাতেই তিনি ঘুরে আসবেন দার্জিলিং থেকে।
advertisement
advertisement
আরও পড়ুন- অতিরিক্ত ঘাম হচ্ছে? কোন ভিটামিনের ঘাটতি শরীরে, জানলে চমকাবেন! বড় ক্ষতির আশঙ্কা আছে কি?
সংবাদ মাধ্যমে নাম প্রকাশ অনিচ্ছুক এক ব্যক্তি জানান, পরিবেশের কথা মাথায় রেখে প্রত্যেক মানুষের প্রয়োজন দীপকের মত এরকম পদক্ষেপ গ্রহণ করা।কিন্তু বর্তমান সময়ে সবাই সবার নিজের কর্ম ব্যস্তময় জীবনে ব্যস্ত। দীপকের এই প্রচেষ্টাকে কুর্নিশ জানাচ্ছেন এলাকার বাসিন্দারা।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Travel story: সাইকেলে ৯০০ কিলোমিটার! কোথা থেকে কোথায় চললেন ২৫ বছরের যুবক? জানলে চমকে যাবেন!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement