কলকাতার কাছে নতুন 'বিচ'...! জিবিডিএ-র সঙ্গে জোড়ার পরিকল্পনা গোবর্ধনপুর সমুদ্র সৈকতকে, বাড়বে পর্যটক!
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Travel: গঙ্গাসাগর বকখালি ডেভলপমেন্ট অথরিটি(জিবিডিএ)-র সঙ্গে জোড়ার পরিকল্পনা করা হচ্ছে পাথরপ্রতিমার জি-প্লটের গোবর্ধনপুরকে। ফলে এখানে পরিকাঠামোগত উন্নয়ন হবে। বাইরে থেকে আরও বেশি করে পর্যটক আসবে সেখানে।
পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগনা: গঙ্গাসাগর বকখালি ডেভলপমেন্ট অথরিটি(জিবিডিএ)-র সঙ্গে জোড়ার পরিকল্পনা করা হচ্ছে পাথরপ্রতিমার জি-প্লটের গোবর্ধনপুরকে। ফলে এখানে পরিকাঠামোগত উন্নয়ন হবে। বাইরে থেকে আরও বেশি করে পর্যটক আসবে সেখানে।
এই সমুদ্র সৈকত পর্যটকদের কাছে জনপ্রিয় সমুদ্র সৈকত হিসেবে দ্রুত পরিচিত হয়ে উঠলেও। এখানে এসে পর্যটকরা সেরকম সুযোগ সুবিধা পেতেন না। ফলে অসুবিধা হত। সেই সমস্যার সমাধান করতে উদ্যোগী হন পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা।
advertisement
advertisement
ইতিমধ্যে কলকাতা থেকে সরাসরি গাড়ি নিয়ে এখানে আসার জন্য কালিবঙ্গাল ঘাট ও চাঁদমারি ঘাটে পল্টন জেটি করা হয়েছে। রাস্তা চওড়া করা হচ্ছে। এরসঙ্গে ওই এলাকাটি জিবিডিএ-র সঙ্গে যুক্ত করলে আরও পরিকাঠামোগত উন্নয়ন হবে বলে মনে করা হচ্ছে।
সুন্দরবনের অপরূপ শোভা থেকে শুরু করে সমুদ্র সৈকত সবই রয়েছে এখানে। গোবর্ধনপুরের সমুদ্র সৈকত প্রায় ১৫ কিলোমিটার লম্বা এবং ১০ কিলোমিটার চওড়া। বিস্তীর্ণ সমুদ্র সৈকতের পাশেই রয়েছে ধনচির জঙ্গল।
advertisement
ফলে পর্যটকদের জন্য এই গোবর্ধনপুর নি:সন্দেহে আকর্ষণীয় একটি জায়গা তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু অনেকেই এখন এখানে গিয়ে সমস্ত কিছু সুযোগ সুবিধা না পাওয়ায় আর যেতে চাইছেন না সেখানে। সেই সমস্যা সমাধান করতে এবার নতুন পরিকল্পনা করা হয়েছে।
advertisement
নতুন এই পরিকল্পনার ফলে গোবর্ধনপুরে পর্যটক আরও বাড়বে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। পর্যটনের নতুন দিগন্ত এখানে খুলে গেলে স্থানীয়রাও উপকৃত হবেন। এছাড়াও এই জায়গাটি আরও পরিচিতি পাবে বলে মত স্থানীয়দের। ফলে নতুন করে আশায় বুক বাঁধছেন তাঁরা।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2025 8:08 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কলকাতার কাছে নতুন 'বিচ'...! জিবিডিএ-র সঙ্গে জোড়ার পরিকল্পনা গোবর্ধনপুর সমুদ্র সৈকতকে, বাড়বে পর্যটক!