Digha: অফার অফার অফার! একেবারে জলের দরে সস্তা, এবার কম খরচে পৌঁছে যাবেন দিঘা, জানুন কীভাবে?
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
Digha: ১৫০০ টাকা নয়, মাত্র ৯৫০ টাকাতেই এবার দীর্ঘ প্রায় ৬১২ কিলোমিটার রাস্তা বালুরঘাট থেকে দিঘা যেতে পারবেন। শীতাতপ নিয়ন্ত্রিত দিঘাগামী ওই ভলভো বাসটি সপ্তাহে দু'দিন মঙ্গল ও শনিবার বালুরঘাট বাসস্ট্যান্ড থেকে সন্ধ্যা ছ'টা পঞ্চাশ মিনিটে ছাড়বে।
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী : যাত্রীর অভাব দিঘাগামী বাসে। পর্যাপ্ত যাত্রীর ঘাটতি মেটাতে মালদার ভলভো বাসকে বালুরঘাট থেকে চালু করার সিদ্ধান্ত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের। শীতাতপ নিয়ন্ত্রিত দিঘাগামী ওই ভলভো বাসটি সপ্তাহে দু’দিন মঙ্গল ও শনিবার বালুরঘাট বাসস্ট্যান্ড থেকে সন্ধ্যা ছ’টা পঞ্চাশ মিনিটে ছাড়বে। যা পরদিন ফের দুপুর দু’টো নাগাদ দিঘা থেকে ছাড়বে।
১৫০০ টাকা নয়, মাত্র ৯৫০ টাকাতেই এবার দীর্ঘ প্রায় ৬১২ কিলোমিটার রাস্তা বালুরঘাট থেকে দিঘা যেতে পারবেন। বালুরঘাটের মানুষদের সুবিধার্থে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে বালুরঘাট দিঘা বাসের সূচনা করে এমনটাই ঘোষণা করলেন উত্তরবঙ্গ পরিবহন সংস্থা চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।
advertisement
advertisement
এ বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান, ‘রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে দিঘাগামী ছ’টি বাস চালু হয়েছিল উত্তরবঙ্গের ছ’টি জেলা থেকে। যে তালিকায় বাদ পড়েছিল দক্ষিণ দিনাজপুর। তবে, নতুন করে চালু হওয়া ছ’টি বাসের মধ্যে পাঁচটি লাভের সঙ্গে চললেও মালদা থেকে চলা বাসটি কিছুটা যাত্রী সমস্যায় ভুগছিল। তাই সেই বাসটিকে বালুরঘাট থেকে চালাবার সিদ্ধান্ত নিয়েই উদ্বোধন করা হল এদিন।’
advertisement
দিঘাগামী এই ভলভো বাসটি সপ্তাহে দু’দিন এই বালুরঘাট বাসস্ট্যান্ড থেকে সন্ধ্যাবেলায় ছেড়ে যাবে এবং পরের দিন দিঘা থেকে ওই বাস আবার বালুরঘাটে ফিরবে। বালুরঘাট থেকে কলকাতা পর্যন্ত যাতায়াতের সরাসরি বাস থাকলেও, দিঘা যাওয়ার কোনও বাস এতদিন ছিল না জেলায়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 05, 2025 9:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: অফার অফার অফার! একেবারে জলের দরে সস্তা, এবার কম খরচে পৌঁছে যাবেন দিঘা, জানুন কীভাবে?