Wax Museum: স্বয়ং ‘নেতাজি’ দাঁড়িয়ে, ‘শাহরুখ’, ‘কোহলীর’ সঙ্গে সেলফি তুলুন! অবাক করা মিউজিয়াম আছে এই বাংলাতেই

Last Updated:

Wax Museum: আসানসোলের মহিশিলা কলোনিতে রয়েছে এই মিউজিয়ামটি রয়েছে। যেখানে গেলে আপনি মাত্র ১০০ টাকার বিনিময়ে টিকিট কেটে বেশ কয়েক ঘণ্টা অনায়াসে কাটিয়ে দিতে পারবেন।

+
স্বয়ং

স্বয়ং ‘নেতাজি’ দাঁড়িয়ে, ‘শাহরুখ’, ‘কোহলীর’ সঙ্গে সেলফি তুলুন!

পশ্চিম বর্ধমান : এই শহরের চারপাশে কয়লা খনি। সমৃদ্ধ শহর আসানসোল। কিন্তু এই শহর পর্যটকদের খুব বেশি কাছে টানে না। পর্যটকদের একটা বড় অংশের অভিযোগ, এখানে দেখার মত সেই অর্থে কিছুই নেই। তবে এই শহরের এবার নতুন আকর্ষণ হতে চলেছে ওয়াক্স মিউজিয়াম।
শহরের শেষ প্রান্তে রয়েছে মাইথন জলাধার। যেখানে পিকনিকের মরশুমে বেশ ভালই ভিড় হয়। অথবা বিশেষ বিশেষ তিথিতে মানুষের ঢল নামে জেলার দুটি বিখ্যাত মন্দির কল্যানেশ্বরী এবং ঘাগরবুড়িতে।
তবে এই শহরেই পর্যটকদের আকর্ষণের নতুন ঠিকানা তৈরি হয়েছে। ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়। তার সৌজন্যে আসানসোলে তৈরি হয়েছে একটি ওয়াক্স মিউজিয়াম। ভাস্কর্য শিল্পী নিজের হাতে এই মিউজিয়ামটি গড়ে তুলেছেন।
advertisement
advertisement
দীর্ঘ পরিশ্রমের পর সাজিয়ে তুলেছেন এই মিউজিয়ামটি। কয়েক বছর আগে কয়েকটি মূর্তি নিয়ে এই মিউজিয়ামটি দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছিল। তবে বিগত কয়েক বছরে আরও একাধিক নতুন মূর্তি তৈরি করেছেন ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়।
আর তার ফলে উত্তরোত্তর এই জায়গাটি পর্যটকদের কাছে বেশ প্রিয় হয়ে উঠেছে। এখানে গেলে আপনি সামনে থেকে দেখতে পাবেন নেতাজির ওয়াক্স স্ট‍্যাচু। সেলফি তোলার সুযোগ পাবেন ‘অমিতাভ বচ্চন’ অথবা ‘শাহরুখ খানের’ মোমের মূর্তির সঙ্গে।
advertisement
আবার ‘বিরাট কোহলি’র মতো ক্রিকেট তারকার সঙ্গেও সেলফি তোলার সুযোগ পাবেন। উল্লেখ্য,নেতাজির জন্ম দিবসে এখানে নেতাজির মোমের মূর্তি দর্শকদের জন্য খুলে দিয়েছেন শিল্পী। তৈরি হয়েছে লতা মঙ্গেশকরের মোমের মূর্তিও।
তাছাড়াও, সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে জনপ্রিয় কৃষ্ণভক্ত বালক ভাগবত দাস ব্রহ্মচারীর মূর্তি সম্প্রতি তৈরি করেছেন তিনি। লক্ষ্য রয়েছে স্বাধীনতা দিবসের আগে শিল্পপতি রতন টাটার মোমের মূর্তি তৈরি করার। সেই লক্ষ্য নিয়ে কাজও চালিয়ে যাচ্ছেন এই ভাস্কর্য শিল্পী।
advertisement
আসানসোলের মহিশিলা কলোনিতে রয়েছে এই মিউজিয়ামটি রয়েছে। যেখানে গেলে আপনি মাত্র ১০০ টাকার বিনিময়ে টিকিট কেটে বেশ কয়েক ঘণ্টা অনায়াসে কাটিয়ে দিতে পারবেন। তাছাড়াও পুরো মিউজিয়ামটি রাজস্থানী শীষমহলের ধাঁচে সাজিয়েছেন শিল্পী। যেটিও একটি দেখার মত জিনিস।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Wax Museum: স্বয়ং ‘নেতাজি’ দাঁড়িয়ে, ‘শাহরুখ’, ‘কোহলীর’ সঙ্গে সেলফি তুলুন! অবাক করা মিউজিয়াম আছে এই বাংলাতেই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement