#কলকাতা: ব্যস্ত সময়ে রেল অবরোধের জেরে তীব্র ভোগান্তির শিকার হলেন শিয়ালদহ মেন লাইনে যাত্রীরা। মঙ্গলবার সকাল শ্যামনগর স্টেশন অবরোধ করেন প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন ৷ এর জেরে বেশ কিছুক্ষণ বন্ধ রাখতে হয় আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল ৷ ডাউন কৃষ্ণনগর লোকাল অবরোধ করেন করেন প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরা ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ৷
জানা গিয়েছে, অবরোধকারীদের বাধা দিতে গেলে তাদের সঙ্গে ধস্তাধস্তিও হয় রেল পুলিশের ৷ ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়েছে ৷ অবরোধের জেরে বেশ কিছু ট্রেন দেরিতে চলছে ৷ বহু দূরপাল্লার ট্রেনের ঢুকতে দেরি হয় ৷ অবরোধের জেরে আপ ও ডাউনের একাধিক ট্রেন আটকে পড়ে। তীব্র ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা।
এর কয়েকদিন আগেই বকেয়া টাকা ও কারখানা খোলার দাবিতে কাঁকিনাড়ায় অবরোধ শুরু করেন নফরচাঁদ জুট মিলের শ্রমিকরা। সাড়ে তিন ঘণ্টা অবরোধের জেরে রেল পরিষেবা শিকেয় ওঠে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, ETV News Bangla, Sealdah Main Line, Train Service Disrupted, Train Service Disrupted In Sealdah