হাওড়া স্টেশনে গার্ডদের কর্মবিরতি, ব্যাহত লোকাল ট্রেন চলাচল

Last Updated:
#হাওড়া: গার্ডদের কর্মবিরতি, তার জেরে হাওড়া স্টেশনে ব্যাহত লোকাল ট্রেন চলাচল৷ টুলবক্স তোলাকে কেন্দ্র করে গার্ডদের আন্দোলনে গভীর রাত থেকেই উত্তাল হাওড়া স্টেশন ৷ এর জেরে সকাল থেকে বাতিল হয়েছে দুটি লোকাল ট্রেন ৷দুর্ভোগের মুখে যাত্রীরা ৷ পরে গার্ড ছাড়াই শুরু হয়েছে ট্রেন চলাচল ৷ গার্ডদের জায়গায় দায়িত্ব সামলে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন ইন্সপেক্টররা ৷
সবমিলিয়ে গার্ডদের বিক্ষোভে নজিরবিহীন অবস্থা হাওড়া স্টেশনে ৷ ট্রেনে টুলবক্স তোলার নয়া দায়িত্ব নিয়েই গন্ডগোলের সূত্রপাত ৷ আগে টুলবক্স বয়ে গার্ডদের কামরায় রেখে দিতেন পোর্টাররা ৷ এই টুলবক্সে যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে আপতকালীন পরিস্থিতি সামাল দেওয়ার জন্ বেশ কিছু জিনিস থাকে ৷ যেমন-ট্রেন লাইনচ্যুত হলে বা বিদ্যুত সংোগ ছিন্ন হলে এই টুলবক্সে থাকা যন্ত্রপাতি কাজে লাগে ৷ সম্প্রতি রেল সিদ্ধান্ত নেয় গার্ডদের নিজেদেরই টুলবক্স বয়ে নিয়ে যেতে হবে ৷ রেলে এই সিদ্ধান্তের প্রতিবাদেই শুক্রবার রাত দেড়টা থেকে হাওড়া স্টেশনে কর্মবিরতিতে সামিল সমস্ত গার্ডেরা ৷
advertisement
সকাল থেকে হাওড়া-তারকেশ্বর ও হাওড়া-বর্ধমান রুটের দুটি লোকাল ট্রেন বাতিল হয়েছে ৷ বাকি যে কটি ট্রেন হাওড়া থেকে ছেড়েছে, তা চালিয়ে নিয়ে গিয়েছেন অ্যাসিসন্ট্যান্ট স্টেশন মাস্টার ও ইনস্পেকটররা ৷ স্টেশন সূত্রে খবর, গার্ডদের কর্মবিরতি অব্যাহত থাকলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতিল হতে পারে আরও কিছু ট্রেন ৷
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাওড়া স্টেশনে গার্ডদের কর্মবিরতি, ব্যাহত লোকাল ট্রেন চলাচল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement