Train Fire: চলন্ত ট্রেনে আগুন! শৌচাগার থেকে উঠছে কালো ধোঁয়া, পুরুলিয়ায় ভয়ঙ্কর আতঙ্কে যাত্রীরা

Last Updated:

Buxar-Tatanagar Express Fire: চলন্ত ট্রেনে আগুন। বক্সার-টাটানগর দানাপুর এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ‍্যে।


চলন্ত ট্রেনে আগুন! শৌচাগার থেকে উঠছে কালো ধোঁয়া, পুরুলিয়ায় ভয়ঙ্কর আতঙ্কে যাত্রীরা
চলন্ত ট্রেনে আগুন! শৌচাগার থেকে উঠছে কালো ধোঁয়া, পুরুলিয়ায় ভয়ঙ্কর আতঙ্কে যাত্রীরা
পুরুলিয়া: ফের ট্রেনে বিপত্তি। চলন্ত ট্রেনে আগুন। বক্সার-টাটানগর দানাপুর এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ‍্যে। পুরুলিয়ার ছররা ও কুশটাড় স্টেশনের মাঝে ঘটেছে এই ঘটনা। সূত্রের খবর, ট্রেনের শৌচাগারে লাগে আগুন। যাত্রীদের হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
সূত্রের খবর অনুযায়ী, বুধবার দক্ষিণপুর আদ্রা ডিভিশনের অন্তর্গত আদ্রা-পুরুলিয়া শাখার উপর ছররার ও কুশটাড় স্টেশনের মাঝে আগুন লাগে ট্রেনে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই দাঁড়িয়ে যায় বক্সার-টাটানগর দানাপুর এক্সপ্রেস। ছররা এলাকার কাছে আসতেই ট্রেন থেকে কালো ধোঁয়া দেখতে পান যাত্রীরা।
advertisement
advertisement
ঘটনায় দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ‍্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগ। ঘটনাস্থলে দ্রুত রেলপুলিশও পৌঁছে যায়। এদিন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল সুরক্ষা বাহিনীও। এখনও পর্যন্ত কোনও যাত্রীর হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানা গিয়েছে।
ইন্দ্রজিত্‍ মণ্ডল
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Train Fire: চলন্ত ট্রেনে আগুন! শৌচাগার থেকে উঠছে কালো ধোঁয়া, পুরুলিয়ায় ভয়ঙ্কর আতঙ্কে যাত্রীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement