West Medinipur News: উফ্! ভোগান্তির আর শেষ নেই... স্টেশনে স্টেশনে ট্রেন বাতিল, বেড়াতে যাওয়ার আগে শিগগির জানুন

Last Updated:

২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত ১৯টি ট্রেনের যাত্রাপথ সীমিত করা হচ্ছে দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়গপুর শাখায়। সেই তালিকায় রয়েছে শালিমার-পুরী, এলটিটি-শালিমার, এসবিপি-শালিমারের মতো গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনও রয়েছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: আবারও দক্ষিণ পূর্ব রেলওয়ে খড়গপুর শাখায় একাধিক ট্রেন বাতিল। আগামী মাসে বেশ কয়েক দিন ধরেই বন্ধ থাকবে একাধিক ট্রেন। ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশন। সামগ্রিক উন্নতি এবং উন্নয়নমূলক কাজের জন্য একাধিক ট্রেন বাতিল এবং বেশ কিছু ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হবে। দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের শালিমার স্টেশনে ইয়ার্ড রি-মডেলিং ও সিগন্যালিং আপগ্রেডেশনের জন্য ২৫টি ট্রেন বাতিল করা হচ্ছে। সেই তালিকায় রয়েছে গুরুত্বপূর্ণ ২২ জোড়া এক্সপ্রেস ট্রেন এবং ৩টি লোকাল ট্রেন।
রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ৮ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত বিভিন্ন দিনে বিভিন্ন ট্রেন বাতিল করা হচ্ছে। ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে। আগামী মাসে কোথাও বেড়ানোর পরিকল্পনা থাকলে এখনই দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা। কোন কোন ট্রেন বাতিল? জানুন বিস্তারিত তালিকা।
রেলের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শালিমার–ভুজ এক্সপ্রেস, শালিমার – বিশাখাপত্তনম এক্সপ্রেস, লোকমান্য তিলক টার্মিনাস–শালিমার এক্সপ্রেস, শালিমার–সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস, তিরুবনন্তপুরম–শালিমার এক্সপ্রেস, শালিমার–পুরী এক্সপ্রেস , হাওড়া–পুরী এক্সপ্রেস, পুরী–শালিমার এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, তিনটি সাঁতরাগাছি – শালিমার লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে। অন্যদিকে, ঝাড়গ্রাম-টাটা শাখায় মঙ্গলবার, ১৪ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ৮টি ট্রেন বাতিল করা হয়েছে উন্নয়নমূলক কাজের জন্য। 
advertisement
advertisement
২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত ১৯টি ট্রেনের যাত্রাপথ সীমিত করা হচ্ছে দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়গপুর শাখায়। সেই তালিকায় রয়েছে শালিমার-পুরী, এলটিটি-শালিমার, এসবিপি-শালিমারের মতো গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনও রয়েছে। শালিমার স্টেশনের উন্নয়নমূলক কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: উফ্! ভোগান্তির আর শেষ নেই... স্টেশনে স্টেশনে ট্রেন বাতিল, বেড়াতে যাওয়ার আগে শিগগির জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement