Purulia News: বিজয়া দশমীর রাতেই রক্তে ভিজল রাজপথ! গাড়ি উল্টে গুরুতর জখম আট
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
উৎসবের আনন্দ নিমেষে পরিণত হল বিষাদে। বিজয়া দশমীর রাতে উৎসবের আবহে পুরুলিয়ার রঘুনাথপুর শহরে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা।
পুরুলিয়া, শান্তনু দাস: উৎসবের আনন্দ নিমেষে পরিণত হল বিষাদে। বিজয়া দশমীর রাতে উৎসবের আবহে পুরুলিয়ার রঘুনাথপুর শহরে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। ঠাকুর দেখার পর গভীর রাতে বাড়ি ফেরার পথে রঘুনাথপুর শ্যাম স্টিল কারখানার সংলগ্ন স্থানে একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়িতে থাকা আট জন যুবক। তারা সকলেই পুরুলিয়া শহরের বাসিন্দা। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।
আরও পড়ুন: আর কিছুক্ষণেই…! বজ্রবিদ্যুৎ-ঝড়, বৃষ্টি তাণ্ডব দক্ষিণের ‘ছয়’ জেলায়, কবে থামবে দুর্যোগ?
ঘটনার খবর পেয়ে রঘুনাথপুর শহরের বাসিন্দা সমাজসেবী রজত শুভ্র চক্রবর্তী, হিমাংশু মণ্ডল, অম্লান মুখার্জি ও তন্ময় পাল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রঘুনাথপুর থানার পুলিশকে খবর দেন এবং আহতদের রাস্তা থেকে উদ্ধার করে স্থানীয় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।বর্তমানে আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আহত ৮ জনের মধ্যে ৩ জনকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ এবং ১ জনকে দুর্গাপুরের মিশন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে।
advertisement
বাকিরা সকলেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। উদ্ধারকারীদের মধ্যে রজত শুভ্র চক্রবর্তী জানান, “আহতরা বিজয়ার রাতে প্রতিমা দর্শনে গিয়েছিলেন নিতুরিয়ায়। তাদের মধ্যে প্রশান্ত কুমার দাসের অবস্থা খুবই আশঙ্কাজনক রয়েছে। প্রশান্ত বর্তমানে দুর্গাপুর মিশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।”
advertisement
অন্যদিকে রঘুনাথপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গাড়িটির ব্রেক ফেল করেছিল, নাকি চালকের অসাবধানতার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িটি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে বলে জানা যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 03, 2025 12:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: বিজয়া দশমীর রাতেই রক্তে ভিজল রাজপথ! গাড়ি উল্টে গুরুতর জখম আট