South Dinajpur News: মর্মান্তিক! ওষুধ কিনে ফিরছিল উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থী... আচমকা ভয়াবহ দুর্ঘটনা... সব শেষ!
- Reported by:SUSMITA GOSWAMI
- hyperlocal
- Published by:Rachana Majumder
Last Updated:
রাত পোহালেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার আগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ঠাকুমার ঔষুধ ও পরীক্ষার কলম কিনে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল কিশোরের।
দক্ষিণ দিনাজপুর : আগামী ১৬ ফেব্রুয়ারি রাজ্যে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার আগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। পরীক্ষার আগে স্থানীয় ঠাকুরবাড়িতে প্রণাম করতে গিয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তারপর সাইকেল নিয়ে দোকানে ওষুধ আনতে যায়। কিন্তু আর বাড়ি ফেরা হল না দীপঙ্করের। দেওয়া হল না পরীক্ষাও। ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল কিশোরের। কুমারগঞ্জ ব্লকের আইটি কলেজ মোড় এলাকায় রাজ্য সড়কে হাড়হিম করা দুর্ঘটনার সাক্ষী থাকল সবাই।
পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত পরীক্ষার্থীর নাম দীপঙ্কর বর্মণ। বাড়ি কুমারগঞ্জের মোহনা গ্রাম পঞ্চায়েতের বোদরা গ্রামে। সে গোপালগঞ্জ আরএন হাইস্কুলের ছাত্র ছিল সে। সিট পড়েছিল কুমারগঞ্জ হাইস্কুলে।
advertisement
পুলিশ সূত্রে খবর, ওষুধ ও কলম কিনে সাইকেল নিয়ে ফেরার সময়ে কুমারগঞ্জ যাওয়ার রাস্তায় একটি ছোট গাড়ি এসে ধাক্কা মারে। গুরুতর জখম হয় দীপঙ্কর। স্থানীয়েরাই তাঁকে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতাল নিয়ে যায়। পরে ওই ছাত্রের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রেফার করা হয় বালুরঘাট জেলা হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হল না।
advertisement
গোপালগঞ্জ আরএন হাইস্কুলের প্রধান শিক্ষক ইন্দ্রমোহন পাল বলেন, “উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে মর্মান্তিক দুর্ঘটনা আমাদের এক ছাত্রের প্রাণ কেড়ে নিল।” দীপঙ্কর মেধাবী ছাত্র বলেই পরিচিত ছিল। বাবা সুভাষ বর্মণ কৃষিকাজ করেন। দীপঙ্করই বড় ছেলে। মেধাবী ছাত্রকে নিয়ে আশায় ছিলেন বাবা-মা। পুলিশ সূত্রে খবর, ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Feb 15, 2024 12:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South Dinajpur News: মর্মান্তিক! ওষুধ কিনে ফিরছিল উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থী... আচমকা ভয়াবহ দুর্ঘটনা... সব শেষ!







