Traffic Jam: রাস্তার উপর দাঁড়িয়ে থাকে বাস, যানজটে হাঁটাচলাই দায়

Last Updated:

Traffic Jam: কেশিয়াড়িতে অন্যান্য সমস্যার মধ্যে অন্যতম বাসস্ট্যান্ডের সমস্যা। প্রতিদিন রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে যায় বাস। যাত্রী ওঠানো নামানো ছাড়াও, ছাড়ার নির্দিষ্ট সময় পর্যন্ত রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে যাত্রী বোঝাই বাস

+
রাজ্য

রাজ্য সড়কে দাঁড়িয়ে বাস

পশ্চিম মেদিনীপুর: জেলার প্রান্তিক ব্লক কেশিয়াড়ি। এই কেশিয়াড়িকে কেন্দ্র করে একদিকে জঙ্গলমহল ঝাড়গ্রাম, অন্যদিকে ঝাড়গাম হয়ে ওড়িশা এবং অপরদিকে খড়গপুর যাওয়া যায়। সরকার পালাবদলের পর উন্নতি হয়েছে সাধারণ মানুষের, উন্নত হয়েছে রাস্তাঘাটও। তবে বাসস্ট্যান্ডের অবস্থা সেই একই রয়েছে। মূল বাজার থেকে সেন্ট্রাল বাস স্ট্যান্ড প্রায় এক কিলোমিটার দূরে তৈরি করার কারণে সেখানে ঢোকে না কোনও বাস। নেই পর্যাপ্ত পরিকাঠামো। রাস্তার উপর বাস দাঁড়িয়ে থাকার কারণে স্বাভাবিকভাবে যানজটের সম্মুখীন হয় সাধারণ মানুষ।
পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে অন্যান্য সমস্যার মধ্যে অন্যতম বাসস্ট্যান্ডের সমস্যা। প্রতিদিন রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে যায় বাস। যাত্রী ওঠানো নামানো ছাড়াও, ছাড়ার নির্দিষ্ট সময় পর্যন্ত রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে যাত্রী বোঝাই বাস। স্বাভাবিকভাবে সমস্যায় পড়তে বাইক চালক থেকে অন্যান্য বিভিন্ন বাণিজ্যিক গাড়ি চালককেও। নির্বাচনের আগে দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ।
advertisement
advertisement
কেশিয়াড়ির মূল বাজারকে কেন্দ্র করে বহু মানুষের আনাগোনা হয়। এই ব্লকের বাজারকে কেন্দ্র করে বিভিন্ন দিকে বাস যাতায়াত করে। কিন্তু নির্দিষ্ট বাসস্ট্যান্ড না থাকার কারণে রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে থাকতে হয় বাসগুলোকে। যাত্রী উঠানো নামানো করতে হয় রাজ্য সড়কের উপরেই। স্বাভাবিকভাবে যানজট লেগেই থাকে। বারংবার বৈঠক করা হলেও সূরাহা মেলেনি।
advertisement
প্রসঙ্গত বেশ কয়েক বছর আগে মূল বাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে তৈরি করা হয়েছিল সেন্ট্রাল বাস স্ট্যান্ড। যেখানে পর্যাপ্ত পরিকাঠামো নেই বাস ঢোকা কিংবা বেরোনোর। এছাড়াও মূল বাজার থেকে অনেকটা দূরে হওয়ার কারণে বাস ঢুকে না এই বাসস্ট্যান্ডে। স্বাভাবিকভাবে কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে সেন্ট্রাল বাসস্ট্যান্ডটি। তবে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন সকলে।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Traffic Jam: রাস্তার উপর দাঁড়িয়ে থাকে বাস, যানজটে হাঁটাচলাই দায়
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement