Traditional Durga Puja 2023: জল ঘড়ি! তামার বাটি জলে ডুবলে শুরু হয় পুজো! এক মন্দিরে দুই মূর্তি! জানুন

Last Updated:

Traditional Durga Puja 2023: আজও জল ঘড়ির সময় দেখেই হয় সন্ধিপুজো! কী এই জল ঘড়ী? এই পুজোয় বিরাট চমক

+
title=

পূর্ব বর্ধমান: আজও জল ঘড়ির সময় দেখেই হয় সন্ধিপুজো! একই মন্দিরে হয় দুই প্রতিমার আরাধনা। এমনই নিজস্ব নানান নিয়ম রীতিতে ভর করে হয়ে চলেছে পূর্ব বর্ধমানের দোনা গ্রামের ভট্টাচার্য বাড়ির দুর্গাপূজা। ইতিমধ্যেই দুর্গা পুজোর আমেজে গা ভাসিয়েছে বাঙালি। আর এই দুর্গা পুজোয় বনেদি বাড়ির পুজো গুলি নিজস্ব গরিমায় আজও উজ্জ্বল। নিজস্ব প্রথা, নিজস্ব নানা নিয়মে ভর করে নিজেদের উজ্জ্বলতা বজায় রেখে চলেছে এই পুজো গুলি। তেমনই পূর্ব বর্ধমান জেলার দোনা গ্রামের ভট্টাচার্য পরিবার বিগত কয়েক শতাব্দী ধরে করে আসছেন দেবী দুর্গার আরাধনা। তবে বর্তমানে একটি নয়, দুটি দুর্গা প্রতিমা পূজিতা হন একই আটচালার মধ্যে। জানা যায়, এই পুজো প্রথম শুরু করেন রামকৃষ্ণ ভট্টাচার্য। তার সেই সময়ের নিয়ম মেনেই আজও পুজো হয়ে আসছে এই পরিবারে। এই ভট্টাচার্য পরিবারের পুজোর অন্যতম এক ঐতিহ্য হল জল ঘড়ি।
এই প্রসঙ্গে ভট্টাচার্য পরিবারের এক সদস্য বলেন, আগেকার দিনে তখন তো আর ঘড়ি ছিল না । তাই ঘড়ি না থাকার কারণে আমাদের পূর্বপুরুষ যারা পুজো করে গেছেন জল ঘড়ি দেখেই করেছেন। দুটো তামার বাটি আছে, একটা বাটি জলে ডোবে ১৮ মিনিট পর এবং আর একটা ২৪ মিনিট পর । এই সময় হিসাব করেই সন্ধি পুজো শুরু হয় ।
advertisement
advertisement
পরিবারের সদস্যদের কথায় জানা গিয়েছে নবমীর দিন দেবীর ঘট আনা হয়। এর পরই শুরু হয় আরাধনা। একই মন্দিরে দুটি দেবী প্রতিমার আরাধনা কেন হয়, সেই প্রসঙ্গে পরিবারের সদস্য তথা পুরোহিত সমীর কুমার ভট্টাচার্য জানান,আমাদের পূর্বপুরুষ রামকৃষ্ণ ভট্টাচার্যের, একমাত্র পুত্র ছিলেন যাদবেন্দ্র ভট্টাচার্য। তার পুত্র ছিলেন রুদ্ররাম ভট্টাচার্য। এবং তার দুই ছেলে বড় জয়রাম ভট্টাচার্য এবং ছোট ছেলে হরিরাম ভট্টাচার্য । এই দুই ভাইয়ের মধ্যে ভাগ হয় এবং দুটো পুজো সেই থেকে আজও অনুষ্ঠিত হয়ে আসছে। তবে জয়রাম ভট্টাচার্য পুজো শুরু করার কয়েক বছর পর পুজো শুরু করেন হরিরাম ভট্টাচার্য।
advertisement
আগে পুজোর নির্ঘণ্ট অনুযায়ী সন্ধিপুজোয় বন্দুকের গুলি ছোড়ার রেওয়াজ ছিল। তবে বর্তমানে সেই প্রথা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু গুলির আওয়াজ বন্ধ হলেও, আজও সন্ধিপুজোর সময় পূর্ব পুরুষের নাম ধরে ডাক দেন পরিবারের সদস্যরা। সেই ডাকের ওপর নির্ভর করে থাকেন আশপাশের গ্রামের পুজো উদ্যোক্তারা। এই পরিবারের সন্ধি পুজোর নিয়ম অনুসারে আশপাশ গ্রাম সহ অন্যান্য পরিবারের সন্ধিপূজো সম্পন্ন হয়। পুজো শেষে দশমীতে কাঁধে চাপিয়ে প্রতিমা বিসর্জন করা হয়। আয়োজন করা হয় আতসবাজিরও। আর এভাবেই এলাকার বনেদী বাড়ির পুজো হিসেবে মানচিত্রে, নিজস্ব ঐতিহ্য বহন করে দোনা ভট্টাচার্য পরিবারের দুর্গা পুজো।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Traditional Durga Puja 2023: জল ঘড়ি! তামার বাটি জলে ডুবলে শুরু হয় পুজো! এক মন্দিরে দুই মূর্তি! জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement