বাদুড়িয়ায় মরা মুরগির মাংসের ব্যবসা, পাচার হত কলকাতার রেস্তোরাঁয়
Last Updated:
বাদুড়িয়ায় মরা মুরগির মাংসের ব্যবসার হদিশ। উদ্ধার প্রচুর মরা মুরগির মাংস। বাদুড়িয়া থেকে কলকাতার বিভিন্ন রেস্তোরাঁয় সরবরাহ করা হত মরা মুরগির মাংস।
#বাদুড়িয়া: বাদুড়িয়ায় মরা মুরগির মাংসের ব্যবসার হদিশ। উদ্ধার প্রচুর মরা মুরগির মাংস। বাদুড়িয়া থেকে কলকাতার বিভিন্ন রেস্তোরাঁয় সরবরাহ করা হত মরা মুরগির মাংস। এই ব্যবসার পিছনে বড় কোনও চক্র আছে বলে অনুমান পুলিশের। পলাতক অভিযুক্ত ব্যবসায়ী।
বাদুড়িয়ার আরশুলা গ্রামের মনিরুল ইসলাম প্রায় ৮-৯ মাস ধরে মরা মুরগির ব্যবসা চালাচ্ছেন বলে অভিযোগ। হাবড়া, স্বরূপনগর বসিরহাট, বাদুড়িয়া সহ বিভিন্ন জায়গার পোলট্রি ফার্ম থেকে মরা মুরগি আনা হত। তারপর বরফ ও কেমিক্যাল দিয়ে প্যাকিং করে কলকাতা ও বারাসতের বিভিন্ন রেস্তোরাঁয় সরবরাহ হত। স্থানীয় কয়েকজন যুবক বেশ কয়েকদিন ধরেই এর বিরুদ্ধে সরব হয়েছেন।
advertisement
advertisement
ঘটনাটি প্রশাসনের নজরে আনতে পুরসভা সহ বিভিন্ন সরকারি দফতরের সামনে পোস্টারিং করেন স্থানীয় যুবকরা। এরপরই নড়েচড়ে বসে পুলিশ-প্রশাসন। শুক্রবার ব্যবসায়ী মনিরুল মণ্ডলের বাড়িতে হানা দিয়ে প্রচুর মরা মুরগি, পচা মুরগির মাংস, বরফ ও মাংস কাটার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। দুটি গাড়িও বাজেয়াপ্ত হয়েছে। অভিযুক্ত ব্যবসায়ী পলাতক। মুরগির মাংসের নমুনা সংগ্রহ করেছে প্রাণিসম্পদ দফতর।
advertisement
পচা মুরগির মাংস বিক্রির এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, খতিয়ে দেখছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 17, 2018 2:15 PM IST