বড়দিনে দিঘায় ‘বড়’ মজা, বাড়তি পাওনা জিভে জল ঘটিগরম
Last Updated:
#দিঘা: বাঙালি দিঘায় যাওয়ার একটা উপলক্ষ খোঁজে মাত্র। আর ক’দিন ধরেই ঠান্ডা হাড়কাঁপানো। তার মধ্যে বড়দিনের ছুটি। সামনে আবার বর্ষবরণের আনন্দ। ছুটি ছুটি কাটানোর সব ফ্যাক্টরই পারফেক্ট। তাই বড়দিনে দিঘায় বড় মজা। আর ঠান্ডার গরম খাবার, জিভে জল ঘটিগরম।
এই শীতেও সমুদ্র শহর উষ্ণ ভীষণ। দিঘা মানেই পর্যটকদের কোলাহল ৷ আর বড়দিনে দিঘায় ভিড়ও বড়। তার মধ্যেই এক ফেরিওয়ালার হাঁকডাক.. শীতের গরম খাবার নিয়ে সে হাজির.. ঠান্ডায় গরম গরম ঘটিগরম।
আসলে কলকাতায় বাড়ি। বছর কুড়ি হয়ে গেল। দিঘাতেই থাকেন। সমুদ্র শহরের ফেরিওয়ালা ঘটিগরম বানিয়ে পর্যটকদের খাওয়ান । স্বাস্থ্যবিধি মেনেই। মুখরোচক খাবারের পিছনে মুচমুচে ঘটি-বাঙালের একটা গল্প আছে। বিক্রিবাটার ফাঁকে গল্পও শোনান ঘটিগরমওয়ালা স্বরাজবাবু।
advertisement
advertisement
বড়দিনের সকাল থেকেই গরমাগরম ঘটিগরম। তবে অন্যদিন দুপুর বা সন্ধেয় ঘটিগরমের হাঁকডাক শোনা যায়। সান্তাবুড়ো ঝোলা উপুড় করে বড়দিনের আগে ৷ সমুদ্র শহরের ফেরিওয়ালার গলায় স্বাদের ঝোলা টইটম্বুর। প্রতিদিন। হাঁকডাকে গরম ঘটিগরম... বড়দিনে পর্যটকদের এটাই বড় পাওয়া ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 25, 2018 4:59 PM IST