North 24 Parganas News: ভূ-স্বর্গে আটকে! কয়েকগুণ বেশি বিমান ভাড়া দিয়ে ফিরলেন অশোকনগরের পর্যটকরা
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
একদিন থেকে বাড়ির উদ্দেশে রওনা হবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু তার মাঝেই বৈসারন ভ্যালিতে ঘটে জঙ্গি হামলার ঘটনা। এরপরই পরিস্থিতির সম্মুখীন হয়ে আতঙ্কে চার দিন কার্যত হোটেলে গৃহবন্দী থাকতে হয়েছিল সকলকে।
উত্তর ২৪ পরগনা: ভূস্বর্গ দেখতে গিয়ে চরম বিপত্তি। কয়েকগুণ বেশি বিমান ভাড়া দিয়ে অবশেষে চার দিন আটকে থেকে ফিরলেন অশোকনগরের ১২ জন পর্যটক। কাশ্মীরের পহেলগাঁও হয়ে জম্মু থেকে দিল্লি আসার কথা ছিল। সেইমতো রওনাও দিয়েছিলেন সকলে। কিন্তু হড়পা বানের কারণে মাঝপথে শ্রীনগর ফিরতে হয় তাঁদের। সেখানে একদিন থেকে বাড়ির উদ্দেশে রওনা হবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু তার মাঝেই বৈসারন ভ্যালিতে ঘটে জঙ্গি হামলার ঘটনা। এরপরই পরিস্থিতির সম্মুখীন হয়ে আতঙ্কে চার দিন কার্যত হোটেলে গৃহবন্দী থাকতে হয়েছিল সকলকে।
ভূস্বর্গের সৌন্দর্যের টানে কাশ্মীরে গিয়ে হড়পা বান আর জঙ্গি হামলা এই দুইয়ের জাঁতাকলে পড়ে চরম সমস্যার সম্মুখীন হতে হয় এই পর্যটকদের। জঙ্গি হামলার ঠিক একদিন আগেই বৈসারন ভ্যালিতে ছিলেন তাঁরা। ১২জনের ওই দলে ছিলেন পাঁচজন পুরুষ এবং সাতজন মহিলা। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে পড়ে বাজেটেও ঘাটতি দেখা দেয় তাঁদের। খরচ বাঁচানোর জন্য বাধ্য হয়ে তাঁরা দোকান থেকে আলু, ডিম কিনে কোনওরকমে হোটেলে রান্না করে খেয়েছেন। পর্যটকদের এই দুরবস্থা শুনে হোটেল কর্তৃপক্ষ অবশ্য তাঁদের রান্না-সহ সাহায্যের হাত বাড়িয়ে দেন। তবে ফেরার জন্য গাড়ি থেকে প্লেনের টিকিট এতটাই বেড়ে যায় যে নিরুপায় হয়ে পড়েন সকলে। এরপর নানা ভাবে সাহায্য নিয়ে, শেষে ১২ জনের জন্য ২ লক্ষ ১৮ হাজার টাকার বিনিময়ে বিমানের টিকিট কেটে শ্রীনগর থেকে কলকাতায় পৌঁছোন তারা।
advertisement
ঘুরতে গিয়ে যে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হবে তা যেন কল্পনাই করতে পারেননি গুপী মজুমদার, পল্লবী দাস, শম্পা মজুমদাররা। বাড়িতে ফিরতে পেরে যেন মিলেছে স্বস্তি। তবে এখনও চোখে মুখে রয়েছে আতঙ্কের ছাপ। অতিরিক্ত যে টাকা ধার নিয়ে প্রানে বেঁচে ফিরলেন সকলে, সেই টাকা পরিশোধ করতেও এখন বছর ঘুরবে বলেই জানালেন কাশ্মীর থেকে ফেরা পর্যটক গুপী মজুমদার।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 26, 2025 3:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ভূ-স্বর্গে আটকে! কয়েকগুণ বেশি বিমান ভাড়া দিয়ে ফিরলেন অশোকনগরের পর্যটকরা