Home /News /south-bengal /

দিঘা মোহনায় বৃহৎ আকৃতির হাঙর, ভিড় জমালো পর্যটক ও স্থানীয় মানুষের!

দিঘা মোহনায় বৃহৎ আকৃতির হাঙর, ভিড় জমালো পর্যটক ও স্থানীয় মানুষের!

Photo- File

Photo- File

দিঘাতে বড় হাঙর দেখতে তুলকালাম

  • Share this:

#দিঘা: ওজন সাড়ে তিনশো কেজি। লম্বা ১১ ফুট। দাম চল্লিশ হাজার টাকা। দিঘার সমুদ্রে আজ বিশাল আকৃতির একটি হাঙর ধরা পড়েছে মৎস্যজীবিদের জালে। মোহনার মাছ বাজারে মৎস্য ব্যবসায়ী বাচ্চু সাউয়ের কাঁটায় এটি বিক্রি হয়েছে। যা দেখতে ব্যাপক ভিড় হয়। দেখার জন্য বেশি উৎসাহ দেখা যায় দিঘায় বেড়াতে আসা পর্যটকদেরই।

প্রবল  উৎসাহে তারা হাঙরটির ছবি তুলতে দৌড়ঝাঁপ শুরু করে দেন। সেলফি তুলতে দেখা যায় ছোটো বড় সকলকেই। এমনিতেই মেঘলা আকাশে মঙ্গলবার সকাল থেকেই হালকা বৃষ্টি চলছে। কালো মেঘ আর ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে দিঘার সৈকতে বেড়াতে বেরিয়ে পর্যটকদের যারাই শুনছেন এই বিশাল হাঙরের কথা, তাদের সকলকেই মোহনার মাছ বাজারে হাজির হতে দেখা যায়। বড় হাঙরের সঙ্গে সেলফিও তুলতে দেখা যায় তাদের।

সুজিত ভৌমিক
Published by:Debalina Datta
First published:

Tags: Digha, Shark, দিঘা, হাঙর

পরবর্তী খবর