Mahishadal Rajbari: অতিথিরা থাকবেন ফুলবাগ প্রাসাদে, পর্যটকদের জন্য ঢেলে সাজছে মহিষাদল রাজবাড়ি
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Mahishadal Rajbari: রাজবাড়ি ঘিরে ট্যুরিজম ব্যবস্থা আরও উন্নতি সাধনে একাধিক কর্মযজ্ঞ চলছে। পুকুর ঘাট, রাস্তা, পথবাতী রানিকুঠি সংস্কার সহ রাজবাড়ি চত্তরের সৌন্দর্যের জোর দেওয়া হয়েছে। এর পাশাপাশি রাজবাড়ি চত্বরে কটেজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
সৈকত শী, মহিষাদল: পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহাসিক স্থান মহিষাদল। পূর্ব মেদিনীপুর জেলার যে ক’টি রাজবাড়ি রয়েছে, সেগুলির মধ্যে অন্যতম ও বিখ্যাত হল মহিষাদল রাজবাড়ি। জেলা তথা রাজ্যের পর্যটন মানচিত্রে বিশেষ জায়গা করে নিয়েছে এই রাজবাড়ি। এই রাজবাড়িতে বিভিন্ন সময়ে সিনেমা বা সিরিয়ালের শুটিংয়ের জন্য এসেছেন বাংলা তথা হিন্দি সিনেমার বিখ্যাত অভিনেতা ও অভিনেত্রীরা। বর্তমানে মহিষাদল রাজবাড়ি অন্যতম টুরিস্ট ডেস্টিনেশন হয়ে উঠেছে। সেই মহিষাদল রাজবাড়ি ঘিরে একগুচ্ছ পরিকল্পনা। বদলে যাবে বাহ্যিক সাজ। পর্যটন মানচিত্রে বাড়তি গুরুত্ব পাবে মহিষাদল রাজবাড়ি
বাংলায় মুঘল শাসনের সময়ে আকবরের সেনাবাহিনীতে উচ্চপদে আসীন ছিলেন জনার্দন উপাধ্যায়। তিনি নদীপথে এসেছিলেন মহিষাদলের কাছে গেঁওখালিতে। তৎকালীন রাজা কল্যাণ রায়ের থেকে কিনে নেন মহিষাদলের রাজত্ব। পরে বংশ পরম্পরায় রাজবাড়ির আয়তন আরও বাড়তে থাকে। তিনটি প্রাসাদ নিয়ে তৈরি এই রাজবাড়ি। প্রথম প্রাসাদের নাম রঙ্গিবসনা। দ্বিতীয়টির নাম লালকুঠি এবং তৃতীয়টির নাম ফুলবাগ। তবে সব প্রাসাদে পর্যটদের প্রবেশাধিকার নেই। কেবল মাত্র ফুলবাগেই পর্যটকরা থাকতে দেওয়া হয়। বর্তমানে এই ফুলবাগ প্রাসাদের ভেতরে একটি ছোট মিউজিয়ামে ও তৈরি হয়েছে পর্যটকদের জন্য। যেখানে রাখা হয়েছে রাজ পরিবারে এর ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র, আসবাবপত্র ও কামান।
advertisement
মহিষাদল রাজবাড়ির ফুলবাগ প্যালেস। ফুলবাগ প্যালেসের ভেতর মিউজিয়াম। রাজবাড়ির কুলদেবতা গোপাল জীউর মন্দির। রাজবাড়ির বিখ্যাত আমবাগান। বর্তমানে মহিষাদল পঞ্চায়েত সমিতির উদ্যোগে রাজবাড়ি চত্বরের পুকুরে বোটিং-এর ব্যবস্থা করা হয়েছে। এবার বিধায়ক তহবিলের টাকায় বাহ্যিক সৌন্দর্যায়নের গুরুত্ব দেওয়া হয়েছে মহিষাদল রাজবাড়িতে। এর পাশাপাশি মহিষাদল রাজবাড়িতে কটেজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী জানান, রাজবাড়ি ঘিরে ট্যুরিজম ব্যবস্থার আরও উন্নতি সাধনে একাধিক কর্মযজ্ঞ চলছে। পুকুরঘাট, রাস্তা, পথবাতি, রানিকুঠি সংস্কার-সহ রাজবাড়ি চত্বরের সৌন্দর্যের উপর জোর দেওয়া হয়েছে। এর পাশাপাশি রাজবাড়ি চত্বরে কটেজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।’
advertisement
advertisement
আরও পড়ুন : আসছে জয়া একাদশী! কোন দেবতাকে কোন ফুল নিবেদনে শ্রেষ্ঠ পুণ্য পাবেন? জানুন
বর্তমান কর্মব্যস্ততার যুগে হাতে সময় বড় কম। তবুও মন চায় কাছে পিঠে পরিবার বা বন্ধু-বান্ধবের সঙ্গে ঘুরে বেড়ানোর আনন্দ নিতে। ফলে একবেলা বা একদিনে ঘুরে বেড়ানোর জন্য মহিষাদল রাজবাড়ি একটি আদর্শের জায়গা। পর্যটকদের আকর্ষণ বাড়াতে একগুচ্ছ পদক্ষেপ এবার মহিষাদল রাজবাড়ি ঘিরে। ফলে জেলা তথা রাজ্যের পর্যটন মানচিত্রে বাড়তি গুরুত্ব পাবে মহিষাদল রাজবাড়ি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 06, 2025 5:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mahishadal Rajbari: অতিথিরা থাকবেন ফুলবাগ প্রাসাদে, পর্যটকদের জন্য ঢেলে সাজছে মহিষাদল রাজবাড়ি