কান্দিতে রক্তে ভাসল রাজপথ! ছোট গাড়ির ধাক্কায় মৃত টোটো চালক

Last Updated:

রাজ্যে সড়কে টোটো গাড়ি ওঠা আগেই নিষিদ্ধ ঘোষণা করেছিল রাজ্যে সরকার। নিষেধাজ্ঞা সত্ত্বেও জাতীয় সড়কে বারবার টোটোর যাতায়াত। রাজ্যে সড়কে টোটো উঠেই ঘটে গেল বিপত্তি ।

কান্দিতে টোটো ও ছোটো গাড়ির ধাক্কায় মৃত টোটো চালক 
কান্দিতে টোটো ও ছোটো গাড়ির ধাক্কায় মৃত টোটো চালক 
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: রাজ্যে সড়কে টোটো গাড়ি ওঠা আগেই নিষিদ্ধ ঘোষণা করেছিল রাজ্যে সরকার। নিষেধাজ্ঞা সত্ত্বেও জাতীয় সড়কে বারবার টোটোর যাতায়াত। রাজ্যে সড়কে টোটো উঠেই ঘটে গেল বিপত্তি ।
টোটো গাড়ি ও ছোট গাড়ির সংঘর্ষ। মৃত্যু হল এক টোটো চালকের। জানা গিয়েছে, মুর্শিদাবাদের কান্দি থানার কান্দি- সালার রজ্য সড়কে কালী বাড়ি বাইপাস এলাকায় একটি টোটোর সঙ্গে একটি ছোটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হল টোটো চালকের। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম উদয় শঙ্কর মন্ডল বাড়ি কান্দি থানার পাড় রসোরা গ্রামে।
advertisement
স্থানীয় সুত্রে জানা গিয়েছে মৃত টোটো চালক টোটো নিয়ে বাড়ির পথে যাচ্ছিল অন্য দিক থেকে একটি ছোট চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। ঘটনা স্থলেই মৃত্যু হয় টোটো চালকের। স্থানীয়রা বিকট শব্দ শুনে তড়িঘড়ি এসে টোটো চালক কে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাকে ম়ৃত বলে ঘোষণা করে। গোটা ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘাতক গাড়ি টিকে আটক করেছে কান্দি থানার পুলিশ তবে চালক পলাতক।
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজ্য সড়কের ওপর টোটো চলাচলের ক্ষেত্রে জারি থাকা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার চলছে টোটো। যদিও টোটো চালকরা জানান এ বিষয়ে অবগত নন তারা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বারবার টোটো চালকদের বলেও কোনও লাভ হয় না। বারণ করা সত্ত্বেও তারা রাজ্য সড়কের ওপর টোটো চালায়। ফলে দুর্ঘটনা ঘটে। তাই যাত্রীদের সচেতন হওয়ার সময় এসেছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কান্দিতে রক্তে ভাসল রাজপথ! ছোট গাড়ির ধাক্কায় মৃত টোটো চালক
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement