Heat Stroke: নলকূপের জল পানের পরই ঢলে পড়লেন টোটো চালক! গোটাটা দেখে ভয় পাবেন আপনিও
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Heat Stroke: জলপান করার পরই অসুস্থ বোধ করতে শুরু করেন ওই টোটো চালক। দ্রুত আশেপাশের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান
বাঁকুড়া: রোজের মতই সকালে টোটো নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। প্রচন্ড গরম থাকলেও না বেরিয়ে উপায় ছিল না টোটো চালক শোভন পুজারুর। না হলে যে সংসার চলবে না। কিন্তু শেষ পর্যন্ত আর বাড়ি ফেরা হল না তাঁর। প্রচন্ড গরমে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই একটি নলকূপ থেকে জল নিয়ে পান করেন। কিন্তু কেইবা জানত এটাই ছিল তাঁর জীবনের শেষ জলপান! জলপান করার পরই অসুস্থ বোধ করতে শুরু করেন ওই টোটো চালক। দ্রুত আশেপাশের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণের সব শেষ।
টোটো চালকের এমন হঠাৎ মৃত্যুতে রীতিমত বিচলিত বাঁকুড়া শহরের মানুষজন। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গিয়েছে, টোটো চালক শোভন শহর লাগোয়া আঁচুড়ি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে থাকতেন। অন্যান্য দিনের মত মঙ্গলবারও তিনি টোটো নিয়ে শহরে যান। দুপুর নাগাদ প্রবল গরমে তৃষ্ণার্ত হয়ে পড়েন ওই যুবক। তাই শহরের পাঁচবাগা এলাকার একটি নলকূপের জল পান করেন। এরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি।
advertisement
advertisement
বাঁকুড়ার উপ-পুরপ্রধান হীরালাল চট্টরাজ সহ স্থানীয় বাসিন্দারা ওই অসুস্থ যুবককে চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে বাঁকুড়া পুরসভার উপ-পুরপ্রধান জানান, অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোকে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 12, 2024 11:42 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Heat Stroke: নলকূপের জল পানের পরই ঢলে পড়লেন টোটো চালক! গোটাটা দেখে ভয় পাবেন আপনিও






