Toto Accident : টোটোর জন্য পুজোর আগে চলে গেল তরতাজা একটা প্রাণ! রাস্তায় ঘষটে প্রায় ৩০ মিটার নিয়ে গেল টোটো! টোটোচালকের যা হল, ভয়ানক ঘটনা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Toto Accident- কোদালিয়ায় জিটি রোডে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে একটি টোটো। সাইকেল আরোহী রাস্তায় পড়ে গেলে তাঁকে ঘষটে প্রায় ত্রিশ মিটার নিয়ে চলে যায় টোটো চালক। স্থানীয়রা টোটো আটকায়। কয়েকজন মহিলা যাত্রী ছিলেন টোটোয়
সোমনাথ ঘোষ /চুঁচুড়া : কোদালিয়ায় জিটি রোডে টোটো দুর্ঘটনা। মৃত্যু হল সাইকেল আরোহীর। টোটো চালককে গণধোলাই!
কোদালিয়ায় জিটি রোডে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে একটি টোটো। সাইকেল আরোহী রাস্তায় পড়ে গেলে তাঁকে ঘষটে প্রায় ত্রিশ মিটার নিয়ে চলে যায় টোটো চালক। স্থানীয়রা টোটো আটকায়। কয়েকজন মহিলা যাত্রী ছিলেন টোটোয়। তাঁরা নেমে টোটো চালককে উত্তম মধ্যম দেন।
আহত যুবককে ওই টোটো করেই চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। জানা গেছে,মৃতের নাম কালোসোনা দেবনাথ (৩৮)। তাঁর নিজের বাড়ি হালিশহরে। চুঁচুড়া কাপাসডাঙায় ভাড়া থাকতেন। হুগলি মোড়ের কাছে একটি কাঠের দোকানে কাজ করতেন। সেই কাজেই যাচ্ছিলেন তিনি। তখনই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে।
advertisement
advertisement
পুলিশ সূত্রের খবর, কালোসোনাকে একটি টোটো ধাক্কা মারে এদিন সকালে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরে টোটোর ভিতরে থাকা মহিলা যাত্রীরা চালককে মারধর করেন। তার জেরে টোটো চালক বাপন বর্মন আপাতত হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন- উত্তরবঙ্গের রাজবাড়ি এবার দক্ষিণবঙ্গে, পুজোর থিমে ইতিহাস গড়বে ‘এই’ জেলা
পুজোর আগে এমন মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া। এক জায়গা থেকে আরেক জায়গায় কাজ করতে এসে টোটোর ধাক্কায় বেঘোরে প্রাণ দিলেন হালিশহরের কালোসোনা দেবনাথ। মারধর করার জেরে টোটোচালক বাপনও এখন চিকিৎসাধীন। জানা যায়, ধাক্কা লাগার পর প্রায় ৩০ মিটার পর্যন্ত কালোসোনাকে সাইকেল সমেত টেনে নিয়ে যায় টোটো। তার পরই টোটোয় থাকা মহিলা যাত্রীরা টোটোচালককে মারধর করতে শুরু করেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 24, 2025 4:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Toto Accident : টোটোর জন্য পুজোর আগে চলে গেল তরতাজা একটা প্রাণ! রাস্তায় ঘষটে প্রায় ৩০ মিটার নিয়ে গেল টোটো! টোটোচালকের যা হল, ভয়ানক ঘটনা