North 24 Parganas News: সীমান্ত শহর বনগাঁর হাসপাতালে জটিল অস্ত্রোপচারে সাফল্য, চিকিৎসা পরিষেবায় আশার আলো
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
সীমান্ত শহর বনগাঁর হাসপাতালে জটিল অস্ত্রোপচারে সাফল্য, চিকিৎসা পরিষেবায় আশার আলো
রুদ্র নারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: সীমান্ত শহর বনগাঁর হাসপাতালে জটিল অস্ত্রোপ্রচারে মিলল সাফল্য। এক মহিলার টোটাল হিপ রিপ্লেসমেন্ট সম্পন্ন হল কলকাতা নয়, বনগাঁ মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতালের অস্থি বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ স্বপন মন্ডল ও হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বড়াইয়ের(আনাস্থেটিস) তত্বাবধানে এই জটিল অস্ত্রোপ্রচার সম্পন্ন হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অপারেশনের পর রোগী এখন পুরোপুরি সুস্থ। অতীতে এ ধরনের অপারেশনের জন্য বনগাঁবাসীদের যেতে হত কলকাতায়, এবার এই সাফল্যের মধ্যে দিয়ে যেন চিকিৎসা ক্ষেত্রেও অগ্রগতি মিলল সীমান্ত শহরে।
চিকিৎসকদের মতে, টোটাল হিপ রিপ্লেসমেন্ট হলেও এই অস্ত্রোপচার ছিল অন্তিম পর্যায়ের। যা অত্যাধুনিক পরিকাঠামো ছাড়া সম্ভব নয়। ফলে এই সাফল্যে, আগামীতে এমন নানা চিকিৎসা ও অপারেশনের সুবিতা মিলবে সীমান্ত এলাকার হাসপাতালেই। জানা যায়, নদিয়ার গাংনাপুরের বাসিন্দা বছর ৩৫ এর জ্যোৎস্না দাসের পড়ে গিয়ে হিপ জয়েন্টের হার সরে যায়। আর্থিক অবস্থা ভাল না থাকায় চিকিৎসকরা সিদ্ধান্ত নেন তাঁকে বনগাঁ হাসপাতালে ভর্তি করেই অপারেশন করার। এরপরই হাসপাতাল সুপার, নার্স ও সহকারীদের সাহায্যে জটিল এই অপারেশন সম্পন্ন হয়। হাসপাতালের এই সাফল্যে আগামী দিনে প্রত্যন্ত এলাকার মানুষদের চিকিৎসা পরিষেবায় বিশেষ সাহায্য করবে বলেই মত সচেতন নাগরিকদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 07, 2025 8:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: সীমান্ত শহর বনগাঁর হাসপাতালে জটিল অস্ত্রোপচারে সাফল্য, চিকিৎসা পরিষেবায় আশার আলো