East Bardhaman News: কলকাতার একদম কাছে, টলি থেকে বলি তারকারা হামেশাই আসেন এখানে, কেন জানেন?
- Reported by:Bonoarilal Chowdhury
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
East Bardhaman News: বলিউড থেকে টলিউড – বহু জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী পা রেখেছেন বর্ধমানের এই ঐতিহ্যবাহী রাজবাড়িতে।
পূর্ব বর্ধমান: বলিউড থেকে টলিউড, বহু জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী পা রেখেছেন বর্ধমানের এই ঐতিহ্যবাহী রাজবাড়িতে। অভিনেতা মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে অভিনেত্রী কাজল, সকলেই এসেছেন এখানে। বাংলা সিনেমার বিখ্যাত চরিত্র ‘গুপ্তধনের সন্ধানে’র আবির চট্টোপাধ্যায়, নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত ‘বহুরূপী’-সহ একাধিক সিনেমার শুটিং হয়েছে এই স্থানে।
চারিদিকে ঘন জঙ্গল, তার মাঝে পিচঢালা লাল রাস্তা, আর সেখানেই প্রাচীন কালিকাপুর রাজবাড়ি। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম, যা ‘জঙ্গলমহল’ নামে পরিচিত, শাল, পিয়াল-সহ নানা গাছে ঘেরা এক মনোরম স্থান। এই জায়গায় অবস্থিত কালিকাপুর রাজবাড়ি তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
advertisement
advertisement
এখানে এসে শুধু রাজবাড়ির শৈল্পিক স্থাপত্য দেখাই নয়, পর্যটকরা বিভিন্ন সিনেমার শুটিং স্পটও ঘুরে দেখতে পারেন। বহু টিভি সিরিয়াল ও চলচ্চিত্রের পরিচিত লোকেশন হয়ে উঠেছে এই রাজবাড়ি। প্রখ্যাত পরিচালক ও অভিনেতাদের পছন্দের শ্যুটিং স্পট হিসেবে রাজবাড়ির জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। এখন আপনি চাইলে একদিন সময় বের করে স্বচক্ষে দেখতে পারেন এই ঐতিহাসিক ও চলচ্চিত্র-স্মৃতি বিজড়িত স্থানটি।
advertisement
আরও পড়ুন-বিরাট দুঃসংবাদ! চলে গেলেন বাংলার গর্ব ভারতী ঘোষ, কিংবদন্তির মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়া মহলে
কালিকাপুর রাজবাড়ি যেতে হলে প্রথমে আসতে হবে বর্ধমান থেকে গুসকরা শহরে। সেখান থেকে মোরবাঁধ, আর তারপর স্বল্প দূরত্বে রয়েছে এই ঐতিহাসিক স্থান। সুতরাং, প্রকৃতির সৌন্দর্য আর ঐতিহ্যের মেলবন্ধন দেখতে আজই পরিকল্পনা করুন কালিকাপুর রাজবাড়ির এক ভ্রমণ।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 24, 2025 4:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: কলকাতার একদম কাছে, টলি থেকে বলি তারকারা হামেশাই আসেন এখানে, কেন জানেন?








