Tollywood Superstar Dev:' আপনারা একা নন, আমি আপনাদের পাশে আছি' বন্যা কবলিত ঘাটালে বিধ্বস্ত মানুষের হাতে ত্রাণ তুলে দিলেন দেব

Last Updated:

বন্যা কবলিত ঘাটালের শ্যামসুন্দরপুরে বন্যার্তদের পাশে সাংসদ অভিনেতা দেব, নিজের হাতে তুলে দিলেন ত্রাণ সামগ্রী।

+
বন্যার্তদের

বন্যার্তদের পাশে সাংসদ অভিনেতা দেব

পশ্চিম মেদিনীপুর: বন্যা কবলিত ঘাটালের শ্যামসুন্দরপুরে বন্যার্তদের পাশে সাংসদ অভিনেতা দেব, বিধ্বস্তদের নিজের হাতে তুলে দিলেন ত্রাণ সামগ্রী। টানা বর্ষণের ফলে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। বিশেষ করে শ্যামসুন্দরপুর-সহ একাধিক গ্রামে বন্যার জেরে জনজীবন বিপর্যস্ত। এই সঙ্কটের মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন ঘাটালের সাংসদ তথা টলিউডের মেগাস্টার দীপক অধিকারী। দেব নিজে শ্যামসুন্দরপুর এলাকায় পৌঁছে বন্যার্ত মানুষের হাতে তুলে দিলেন ত্রাণ সামগ্রী।
দেব সাংসদ, দেব সুপারস্টার, কিন্তু তাঁর পা মাটি ছুঁয়েই। তিনি মানুষের খোঁজখবর নেন, তাঁদের সমস্যার কথা শোনেন এবং নিত্যপ্রয়োজনীয় জিনিস তুলে দেন, ত্রাণ বিতরণের পাশাপাশি তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গেও কথা বলেন এবং ত্রাণ ও পুনর্বাসনের কাজ যাতে আরও জোরদার করা যায়, সে বিষয়ে পরামর্শ দেন। দেব বলেন, “এই দুর্যোগের সময় ঘাটালের মানুষ যেন নিজেদের একা মনে না করেন। আমি ও আমার পুরো দল সবসময় তাঁদের পাশে আছি। মানবিকতার দিকটা আমাদের সবার আগে ভাবা উচিত।”
advertisement
দেবের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। অনেকেই বলেছেন, শুধুমাত্র সাংসদ নয়, একজন ‘আপনজন’ হিসেবে দেব তাঁদের পাশে দাঁড়িয়েছেন, জনপ্রতিনিধি হিসেবে আরও একবার প্রমাণ করলেন তাঁর দায়বদ্ধতা। এবার বন্যা পরিস্থিতিতেও তাঁর তৎপরতা ও মানবিক মনোভাব ঘাটালবাসীর হৃদয় ছুঁয়ে গিয়েছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ—সবার মুখে এখন একটাই কথা, “দেব আমাদের মনের সাংসদ, তিনি আবার প্রমাণ করলেন, তিনি শুধু মাটি ছোঁয়া তারকা নন, মানুষের সঙ্গে মিশে থাকা এক অনন্য ব্যক্তিত্ব।”
advertisement
advertisement
মিজানুর রহমান
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tollywood Superstar Dev:' আপনারা একা নন, আমি আপনাদের পাশে আছি' বন্যা কবলিত ঘাটালে বিধ্বস্ত মানুষের হাতে ত্রাণ তুলে দিলেন দেব
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement