TMC: রাস্তায় পাশে পড়ে আছে তৃণমূল কর্মী, সামনে যেতেই আঁতকে উঠল সকলে! ভয়ঙ্কর দৃশ্য
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
TMC: বাসন্তী থানার ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের চাতরাখালি এলাকায় রাস্তার পাশে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ।
বাসন্তী: পঞ্চায়েতে ফের খুন! বাসন্তীতে তৃণমূল কর্মী খুন। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে খুন তৃণমূল কর্মী। তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লার মাথায় গুলি। পঞ্চায়েত ভোটের আগেই খুনে তীব্র আতঙ্ক বাসন্তীতে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুব তৃণমূল কর্মীর। নিহতের নাম জিয়ারুল মোল্লা (৪২)।
বাসন্তী থানার ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের চাতরাখালি এলাকায় রাস্তার পাশে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি জিয়ারুল যুব তৃণমূল করত, সেই কারণে তাকে প্রায়শই খুনের হুমকি দেওয়া হচ্ছিল।
advertisement
advertisement
তাদের দাবি রাজনৈতিক শত্রুতার জেরেই খুন করা হয়েছে জিয়ারুলকে। নিহতের ছেলে মিজানুর মোল্লা বলেন, “বাবাকে অনেকদিন ধরেই মাদার তৃণমূলের লোকেরা নিজেদের সঙ্গে যোগ দিতে বলেছিল, কিন্তু বাবা রাজি হয়নি বলেই তাকে খুন করা হল।” ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।
advertisement
অপরদিকে, তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী খলিল হকের ছেলে রাজু হককে অপহরণের অভিযোগ ঘিরে রণক্ষেত্র গিতালদহ। জখম তৃণমূলের অঞ্চল সভাপতি মাফুজার রহমান সহ ৬ জন। গুরুতর জখম অবস্থায় তাদের দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে ৩ জনকে কোচবিহারে রেফার করা হয়। তৃণমূলের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 02, 2023 8:55 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC: রাস্তায় পাশে পড়ে আছে তৃণমূল কর্মী, সামনে যেতেই আঁতকে উঠল সকলে! ভয়ঙ্কর দৃশ্য