Home /News /south-bengal /
সবুজ ঝড় সিঙ্গুরেও, সবক’টি গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল

সবুজ ঝড় সিঙ্গুরেও, সবক’টি গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল

চলছে বিজয়োল্লাস ৷ নিজস্ব চিত্র ৷

চলছে বিজয়োল্লাস ৷ নিজস্ব চিত্র ৷

কিছুটা প্রত্যাশিত হয়তো ছিলই ৷ অনুমান সঠিক করে আবারও সবুজ ঝড় উঠল সিঙ্গুরে ৷ ১৬টি গ্রাম পঞ্চায়েতের প্রতিটিই এল শাসক দলের দখলে ৷ তারপরেও রাজ্যের রাজনৈতিক মহলের চোখ ছিল সিঙ্গুরের উপর ৷

 • Share this:

  #সিঙ্গুর: কিছুটা প্রত্যাশিত হয়তো ছিলই ৷ অনুমান সঠিক করে আবারও সবুজ ঝড় উঠল সিঙ্গুরে ৷ ১৬টি গ্রাম পঞ্চায়েতের প্রতিটিই এল শাসক দলের দখলে ৷ তারপরেও রাজ্যের রাজনৈতিক মহলের চোখ ছিল সিঙ্গুরের উপর ৷ এদিন ভোটগণনা শুরু হতেই কার্যত সবুজেরই জয়জয়কার দেখা যায় সর্বত্র ৷ প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সবক’টি আসনও দখলে নেয় শাসক দল ৷ এবছর পঞ্চায়েতে টিকিট দেওয়া নিয়ে প্রথম থেকেই সিঙ্গুরের রাজনৈতিক পরিস্থিতি ছিল উত্তপ্ত ৷ তাপসী মালিক খুনে অভিযুক্ত দেবু মালিকের ভাইপো বেচারাম মান্নার ঘনিষ্ঠ রথীন মালিককে টিকিট দেওয়ায় গ্রামের একটা অংশ নাম লিখেছিল বিক্ষুদ্ধদের তালিকায় ৷ উপরতলার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের অনুগামীরাও ৷ অন্যদিকে, তৃণমূলের হয়ে টিকিট না পেয়ে ৪ নম্বর জেলা পরিষদ আসনে নির্দল হয়ে দাঁড়িয়েছেন তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক ৷

  আরও পড়ুন: Bengal Panchayat Election Results 2018 LIVE: পশ্চিম বর্ধমান জেলা পরিষদেরও দখল নিল তৃণমূল

  ২০০৬ সালে এই সিঙ্গুরের মাটিতেই নৃশংসভাবে খুন হয়েছিলেন তাপসী মালিক ৷ তারপর থেকে তাপসীর মুখ হয়ে উঠেছে সিঙ্গুরের পালাবদলের আন্দোলনের অন্যতম হাতিয়ার ৷ তাপসী মালিক হত্যার নেপথ্যে যাদের নাম উঠে আসে, তাদের মধ্যে এক জন দেবু মালিক। সেই দেবু মালিকের আত্মীয়কে টিকিট দেওয়ায় তাই স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ সিঙ্গুরের একাংশ ৷ তবে এবছর সিঙ্গুরে ভোট হয়েছে শান্তিপূর্ণভাবেই ৷ দু’দলের মনোমালিন্য থাকলেও কোনও হিংসার খবর পাওয়া যায়নি ৷ গ্রাম পঞ্চায়েতে সাফল্যের সঙ্গে ঘাসফুল পুঁতে দিতে পারলেও এখনও বাকি পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ফলাফল ৷ কোন দিকে যাবেন সিঙ্গুরের মানুষ ৷ তা জানতে এখনও কিছু সময়ের অপেক্ষা ৷

  আরও পড়ুন: জেলের গারদও আটকাতে পারল না, ভাঙড়ে জয় আরাবুল, হাকিমুলের

  First published:

  Tags: Bengal Panchayat Results, Exit poll result 2018 West Bengal, Live West Bengal Panchayat Poll, North Bengal Panchayat Election 2018, Panchayat Election 2018, Panchayat polls 2018, Panchayat Polls live, Scrutiny, Singur, South Bengal Panchayat Election 2018, TMC, West Bengal Panchayat polls 2018, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন ২০১৮

  পরবর্তী খবর