হোম /খবর /দক্ষিণবঙ্গ /
তৃণমূল সাংসদ সুনীল মন্ডলকে শো কজ করতে চলেছে দল?

তৃণমূল সাংসদ সুনীল মন্ডলকে শো কজ করতে চলেছে দল?

TMC MP Sunil Mandal

TMC MP Sunil Mandal

সুনীলের মুকুল ঘনিষ্ঠতার কথা দল আগে থেকেই অবহিত৷ সেজন্যই তাঁর বিরুদ্ধে গোড়াতেই কড়া অবস্থান নেওয়ার পক্ষে রাজ্য নেতৃত্ব৷

  • Last Updated :
  • Share this:

#বর্ধমান: বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলকে শো-কজের সম্ভাবনা৷ সূত্রের খবর, সুনীল মণ্ডলের সাম্প্রতিক কাজে দল খুশি নয়৷ গতকালই দুর্গাপুরে শুভেন্দুর সঙ্গে সুনীলের পোস্টার পড়া নিয়ে চাঞ্চল্য তৈরি হয়৷ ‘মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ’ পোস্টার প্রসঙ্গে গতকাল মন্তব্য করেন সুনীল মণ্ডল৷ আর সুনীল মণ্ডলের এই মন্তব্যই ভাল চোখে দেখছে না দল, এমনই সূত্রের খবর৷

রাজনৈতিক মহলে জল্পনা, আজ বা কালের মধ্যেই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে দল৷ ইতিমধ্যেই জেলা পর্যবেক্ষকদের তৃণমূল ভবনে ডেকে পাঠিয়েছে রাজ্য নেতৃত্ব সেখানে সুনীল মন্ডলের সাম্প্রতিক গতিবিধির ব্যাপারে পর্যালোচনা হবে৷ শুভেন্দু অধিকারীর সঙ্গে এই সাংসদের পোস্টার ও সুনীল মণ্ডলের প্রকাশ্য মন্তব্যকে ভাল চোখে দেখা হচ্ছে না বলে দলীয় সূত্রে খবর৷ শুভেন্দুর সঙ্গে পোস্টারের বিষয়টিকে কর্মীদের ভালোবাসা ও তাদের ক্ষোভ বিক্ষোভের বহিঃপ্রকাশ আখ্যা দিয়েছেন বিতর্কিত এই সাংসদ৷ জেলা নেতারা বলছেন, সুনীলের এই অবস্থান অনভিপ্রেত নয়৷

সুনীলের মুকুল ঘনিষ্ঠতার কথা দল আগে থেকেই অবহিত৷ সেজন্যই তাঁর বিরুদ্ধে গোড়াতেই কড়া অবস্থান নেওয়ার পক্ষে রাজ্য নেতৃত্ব৷ তবে ফোনে যোগাযোগের চেষ্টা করেও এ ব্যাপারে বর্ধমান পূর্ব কেন্দ্রের সাংসদ সুনীল মন্ডলের প্রতিক্রিয়া জানা যায়নি৷

Input-Saradindu Ghosh

Published by:Pooja Basu
First published:

Tags: Sunil Mandal, TMC