মন্তেশ্বরে প্রচার কৌশল তৃণমূলের, একযোগে প্রচারে নেমেছেন ১৪জন বিধায়ক

Last Updated:

মন্তেশ্বর বিধানসভা উপনির্বাচনে জয়ের ব্যবধান বাড়াতে ১৪ জন বিধায়ককে ময়দানে নামাল তৃণমূল কংগ্রেস।

#বর্ধমান: মন্তেশ্বর বিধানসভা উপনির্বাচনে জয়ের ব্যবধান বাড়াতে ১৪ জন বিধায়ককে ময়দানে নামাল তৃণমূল কংগ্রেস। গুরু দায়িত্ব দেওয়া হয়েছে দুই সাংসদ ও জেলা পরিষদের সভাধিপতিকে। একদিকে যখন ছন্নছাড়া বিরোধীরা। তখন প্রায় ফাঁকা মাঠেই প্রচারে ঝড় তুলছে শাসকদল।
তৃণমূল কংগ্রেস প্রার্থী সজল পাঁজার অকালমৃত্যুর কারণে, আগামী ১৯ নভেম্বর উপনির্বাচন হতে চলেছে মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে। বরাবরই সিপিএমের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল বর্ধমানের এই কেন্দ্রটি। গত বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী সজল পাঁজা ৭০৬ ভোটে জিতলেও, এই কেন্দ্রের নয়টি পঞ্চায়েত এলাকায় পিছিয়েছিল শাসকদল। জয়ের ব্যবধান না বাড়ায় গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেন দলের একাংশই। তাই উপনির্বাচন হলেও, আত্মসন্তুষ্টিকে কোনওভাবেই আমল দিতে চাইছে না দল।
advertisement
মানুষের আস্থা ধরে রাখতে, প্রচারে নামানো হয়েছে ১৪ জন বিধায়ককে। এলাকায় ঘুরে ঘুরে সংগঠনকে মজবুত করার কাজ চালাচ্ছেন তাঁরা। পাশাপাশি চলছে বাড়ি বাড়ি প্রচার, মিছিল। তৃণমূল প্রার্থী সৈকত পাঁজার দাবি, নির্বাচনে জিতে কয়েকমাসেই কাজের মানুষ হয়ে উঠেছিলেন তাঁর বাবা সজল পাঁজা। এবার উপনির্বাচনে জিতে বাবার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করবেন তিনি।
advertisement
advertisement
উন্নয়নকে হাতিয়ার করেই বিধানসভা নির্বাচনে সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। উপনির্বাচনেও সেই উন্নয়নকে তুলে ধরেই জয় নিশ্চিত করতে চায় শাসকদল।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মন্তেশ্বরে প্রচার কৌশল তৃণমূলের, একযোগে প্রচারে নেমেছেন ১৪জন বিধায়ক
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement