বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাখেননি দলেরই নেতা, চরম সিদ্ধান্ত নিলেন হাওড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Debashish Chakraborty
Last Updated:
স্থানীয় সূত্রে খবর, নিহত এই পঞ্চায়েত সদস্যাকে প্রধান করা নিয়ে গত পঞ্চায়েত নির্বাচনের পর বোর্ড গঠনের সময় ব্যাপক উত্তেজনা তৈরি হয় ইসলামপুরে৷
হাওড়া: গ্রাম পঞ্চায়েতের সদস্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা হাওড়ার জগৎবল্লভপুরের ইসলামপুরে ৷ বাড়ি থেকেই ওই পঞ্চায়েত সদস্যার ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ তরুণী ওই পঞ্চায়েত সদস্যার মৃত্যুর জন্য তৃণমূলেরই প্রাক্তন প্রধানের দিকে আঙুল তুলেছে নিহতের পরিবার৷ ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ৷
এ দিন নিজের বাড়ি থেকেই হাওড়ার জগৎবল্লভপুরের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা ওই তরুণী নেত্রীর দেহ উদ্ধার হয়৷ অভিযোগ, ওই গ্রাম পঞ্চায়েতেরই প্রাক্তন প্রধান তথা এলাকার এক প্রভাবশালী তৃণমূল নেতা ওই পঞ্চায়েত সদস্যাকে প্রধান করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ পাশাপাশি, ওই পঞ্চায়েত সদস্যাকে বিয়েরও প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল নেতা৷ কিন্তু কোনও প্রতিশ্রুতিই রাখেননি তিনি৷ওই পঞ্চায়েত সদস্যার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ অভিযুক্ত নেতাকে অবশ্য তাঁর বাড়িতে পাওয়া যায়নি৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, নিহত এই পঞ্চায়েত সদস্যাকে প্রধান করা নিয়ে গত পঞ্চায়েত নির্বাচনের পর বোর্ড গঠনের সময় ব্যাপক উত্তেজনা তৈরি হয় ইসলামপুরে৷ স্থগিত হয়ে যায় বোর্ড গঠন, পরবর্তীকালে ফের বোর্ড গঠন হলেও ওই পঞ্চায়েত সদস্যাকে প্রধান করতে ব্যর্থ হন অভিযুক্ত ওই নেতা৷
advertisement
ঘটনাচক্রে এ দিনই দক্ষিণ চব্বিশ পরগণার রাজপুর সোনারপুর পুর এলাকার এক তৃণমূল কাউন্সিলরও দলেরই এক যুবনেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন৷ ওই মহিলা কাউন্সিলরের অভিযোগ, দলেরই এক যুবনেতা তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন৷ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই যুবনেতা ওই মহিলা কাউন্সিলরের বাড়িতে চড়াও হয়ে তাঁকে হুমকি দেন বলে অভিযোগ৷ অভিযুক্ত যুবনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে কাউন্সিলরের পরিবার৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 15, 2023 8:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাখেননি দলেরই নেতা, চরম সিদ্ধান্ত নিলেন হাওড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা