পেটের টানে এক হয়ে মিছিল বিজেপি, বাম ও তৃণমূলের
Last Updated:
রাজ্যে এখন দুই শিবির যুযুধান হলেও রুজির টানে, পেটের তাগিদে মিলেমিশে এক হয়ে গেল পদ্ম আর ঘাসফুল।
#মগড়া: রাজ্যে এখন দুই শিবির যুযুধান হলেও রুজির টানে, পেটের তাগিদে মিলেমিশে এক হয়ে গেল পদ্ম আর ঘাসফুল। এমনই ছবি দেখা গেল মগড়ায়। হাতে হাত মিলিয়ে দলীয় ঝান্ডা নিয়ে বিক্ষোভ-প্রতিবাদ মিছিলে সামিল হল তৃণমূল ও বিজেপি সমর্থকরা৷ বাদ গেল না বামেরাও।
হাওড়া বর্ধমান মেন শাখায় কয়েক হাজার হকার ট্রেনে হকারি করেন। তাদের অভিযোগ, রেল পুলিশ বিনা কারণে তাদের হেনস্থা করে । মোটা টাকা জরিমানা করে, মিথ্যে কেস দেয় । এমন অবস্থায় তাদের হকারি করে সংসার চালানো দায় হয়ে গিয়েছে।
রুজির টানে তাই বিবাদ ভুলে রেল পুলিশের বিরুদ্ধে আন্দোলনে নামে তৃণমূল-বিজেপি। এখানে তাদের কোন ভেদ নেই বলছেন হকাররা । এদিন পান্ডুয়া, রসুলপুর, থেকে হকাররা মগরা আরপিএফ অফিসে এসে বিক্ষোভ দেখায় ও প্রতিবাদ মিছিল করে আরপিএফ অফিসে ডেপুটেশান জমা দেয় । হকার হয়রানি বন্ধ না হলে প্রতিবাদ হবে,বড় আন্দোলন হবে এক যোগে জানিয়ে দেন আন্দোলনকারীরা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 02, 2017 7:34 PM IST