Konnagar TMC Leader Murder: রাস্তার উপরেই এলোপাথাড়ি কোপ, ভরসন্ধ্যায় খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য! কোন্নগরে আতঙ্ক

Last Updated:

ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছয় কানাইপুর ফাঁড়ির পুলিশ৷ পরে উত্তরপাড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়।

নিহত তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী৷
নিহত তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী৷
রানা কর্মকার, কোন্নগর: হুগলির কোন্নগরে রাস্তার উপরেই কুপিয়ে খুন করা হল তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে৷ বুধবার সন্ধ্যায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কোন্নগরের কানাইপুর এলাকায়৷ নিহত তৃণমূলের পঞ্চায়েত সদস্যের নাম পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না৷ গুরুতর আহত অবস্থায় ওই তৃণমূল নেতাকে কলকাতার আর জি কর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে কানাইপুর অটো স্ট্যান্ডে নিজের রান্নার গ্যাসের অফিস বন্ধ করে বাড়ি ফিরছিলেন ওই তৃণমূল নেতা৷ তখনই কয়েকজন দুষ্কৃতী তাঁর উপরে চড়াও হয়৷ ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে৷ ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা৷ গুরুতর আহত অবস্থায় রাস্তার ধারেই লুটিয়ে পড়েন তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য৷
advertisement
advertisement
আহত ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে প্রথমে কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আঘাত গুরুতর হওয়ায় তাঁকে কলকাতার আর জি কর হাসপাতালে রেফার করা হয়৷ কিন্তু সেখানে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় ওই তৃণমূল নেতার৷
advertisement
ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছয় কানাইপুর ফাঁড়ির পুলিশ৷ পরে উত্তরপাড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। ঘটনাস্থলে যান চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাভলগি৷ কী কারণে ওই তৃণমূল নেতার উপরে হামলা চালানো হল, তা খতিয়ে দেখছে পুলিশ৷ দুষ্কৃতীদের চিহ্নিত করতে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ৷
এই ঘটনায় বিজেপি-র দিকেই আঙুল তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি৷ ভরসন্ধ্যায় এ ভাবে তৃণমূল নেতাকে খুনের ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে৷ রাজনৈতিক নাকি ব্যবসায়িক কোনও কারণে তৃণমূল নেতাকে খুন করা হল, তাও খতিয়ে দেখছে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Konnagar TMC Leader Murder: রাস্তার উপরেই এলোপাথাড়ি কোপ, ভরসন্ধ্যায় খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য! কোন্নগরে আতঙ্ক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement