Konnagar TMC Leader Murder: রাস্তার উপরেই এলোপাথাড়ি কোপ, ভরসন্ধ্যায় খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য! কোন্নগরে আতঙ্ক

Last Updated:

ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছয় কানাইপুর ফাঁড়ির পুলিশ৷ পরে উত্তরপাড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়।

নিহত তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী৷
নিহত তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী৷
রানা কর্মকার, কোন্নগর: হুগলির কোন্নগরে রাস্তার উপরেই কুপিয়ে খুন করা হল তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে৷ বুধবার সন্ধ্যায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কোন্নগরের কানাইপুর এলাকায়৷ নিহত তৃণমূলের পঞ্চায়েত সদস্যের নাম পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না৷ গুরুতর আহত অবস্থায় ওই তৃণমূল নেতাকে কলকাতার আর জি কর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে কানাইপুর অটো স্ট্যান্ডে নিজের রান্নার গ্যাসের অফিস বন্ধ করে বাড়ি ফিরছিলেন ওই তৃণমূল নেতা৷ তখনই কয়েকজন দুষ্কৃতী তাঁর উপরে চড়াও হয়৷ ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে৷ ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা৷ গুরুতর আহত অবস্থায় রাস্তার ধারেই লুটিয়ে পড়েন তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য৷
advertisement
advertisement
আহত ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে প্রথমে কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আঘাত গুরুতর হওয়ায় তাঁকে কলকাতার আর জি কর হাসপাতালে রেফার করা হয়৷ কিন্তু সেখানে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় ওই তৃণমূল নেতার৷
advertisement
ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছয় কানাইপুর ফাঁড়ির পুলিশ৷ পরে উত্তরপাড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। ঘটনাস্থলে যান চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাভলগি৷ কী কারণে ওই তৃণমূল নেতার উপরে হামলা চালানো হল, তা খতিয়ে দেখছে পুলিশ৷ দুষ্কৃতীদের চিহ্নিত করতে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ৷
এই ঘটনায় বিজেপি-র দিকেই আঙুল তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি৷ ভরসন্ধ্যায় এ ভাবে তৃণমূল নেতাকে খুনের ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে৷ রাজনৈতিক নাকি ব্যবসায়িক কোনও কারণে তৃণমূল নেতাকে খুন করা হল, তাও খতিয়ে দেখছে পুলিশ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Konnagar TMC Leader Murder: রাস্তার উপরেই এলোপাথাড়ি কোপ, ভরসন্ধ্যায় খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য! কোন্নগরে আতঙ্ক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement