আত্মহত্যায় প্ররোচনায় দেওয়ার অভিযোগ গ্রেফতার তৃণমূলের কার্যকরী সভাপতি অভিনিবেশ রায়

Last Updated:

মৃত সোহিনীর সঙ্গে হেতমপুরের তৃণমূলের কার্যকরী সভাপতি অভিনিবেশ রায়ের প্রেমের সম্পর্ক ছিল। মৃত সোহিনী কে আত্মহত্যা প্ররোচনা দেওয়ার অভিযোগ তৃণমূলের কার্যকরী সভাপতি অভিনিবেশ রায়ের বিরুদ্ধে।

TMC leader avinibesh roy arrested in Birbhum- Photo- Representative
TMC leader avinibesh roy arrested in Birbhum- Photo- Representative
#বীরভূম: বীরভূমের হেতমপুরের তৃণমূলের কার্যকরী সভাপতি অভিনিবেশ রায় গ্রেফতার। তাকে গ্রেফতার করল দুবরাজপুর থানার পুলিশ। TMCP এর সদস্যা মৃত সোহিনী সূত্রধরের পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার , আজ তাকে দুবরাজপুর আদালতে তোলা হবে।
প্রসঙ্গত উল্লেখ্য গত পরশু দুবরাজপুর TMC IT সেলের সদস্য সোহিনীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ি থেকে। তার পরিবারের লোক দুবরাজপুর থানায় তার মেয়ের মৃত্যুতে হেতমপুরের তৃণমূলের কার্যকরী সভাপতি অভিনিবেশ রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ২৮ ঘণ্টা পরে দুবরাজপুর থানার পুলিশ হেতমপুর গ্রামে অভিনিবেশের বাড়ির গোপন জায়গা থেকে তাকে গ্রেফতার করে।
advertisement
advertisement
মৃত সোহিনী সূত্রধরের পরিবার থেকে জানা যায়, তাদের মেয়ে তৃণমূলের আইটি সেলের অ্যাক্টিভ সদস্য ছিল পাশাপাশি ছাত্র পরিষদের জেলা কমিটির সদস্যও ছিল।
advertisement
মৃত সোহিনীর সঙ্গে হেতমপুরের তৃণমূলের কার্যকরী সভাপতি অভিনিবেশ রায়ের প্রেমের সম্পর্ক ছিল। মৃত সোহিনী কে আত্মহত্যা প্ররোচনা দেওয়ার অভিযোগ তৃণমূলের কার্যকরী সভাপতি অভিনিবেশ রায়ের বিরুদ্ধে। এছাড়াও মেয়ের মৃত্যুর জন্য অভিনিবেশ দায়ী বলে দুবরাজপুর থানায় অভিযোগ জানান মৃত সোহিনী সূত্রধরের বাবা গজানন সূত্রধর।
Supratim Das
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আত্মহত্যায় প্ররোচনায় দেওয়ার অভিযোগ গ্রেফতার তৃণমূলের কার্যকরী সভাপতি অভিনিবেশ রায়
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement