TMC Leader Anubrata Mandal bail: বীরভূমে ফিরছেন অনুব্রত! উৎসাহিত কাজল শেখ থেকে সাংসদ শতাব্দী রায়

Last Updated:

TMC Leader Anubrata Mandal bail: ২০১৩ সালের পঞ্চায়েত থেকে ২০২২ সালের পুরসভা- অনুব্রতের 'ভোট করানোর' ধরন নিয়ে বিরোধীরা লাগাতার অভিযোগ জানিয়ে এসেছেন। নির্বাচন কমিশন তাকে গৃহবন্দিও করেছিল এক সময়, কিন্তু তৃণমূলের সাফল্য আটকানো যায়নি। 

ফিরছেন অনুব্রত।
ফিরছেন অনুব্রত।
বীরভূম: “কেষ্টদা ফেরা মানে সংগঠন উপকৃত হবে। তাঁর মতো জেলার প্রতিটি ব্লক, অঞ্চল, অলিগলি আর কে চেনেন! মনে রাখবেন, পুরনো চাল ভাতে বাড়ে”, অনুব্রতের ফেরা প্রসঙ্গে প্রতিক্রিয়ায় এই কথাই বলছেন বীরভূমের আর এক নেতা কাজল শেখ। যদিও অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পরে, শাসক দলের শীর্ষ নেতৃত্ব যে কোর কমিটি গঠন করেছিল, তার সঙ্গে থেকে কাজ করেছেন কাজল শেখ। নানুরের কাজলকে জেলা সভাধিপতি করা হয়েছে। লোকসভা ভোটেও তাঁকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে শাসক দল।
বীরভূমের চার বারের সাংসদ শতাব্দী রায় বলছেন, ‘‘কেষ্টদার সংগঠনে ফিরে কাজ করতে কোনও অসুবিধাই হবে না। কারণ, তাঁর পদ যায়নি। আর তিনি দীর্ঘ দিন ধরে সংগঠন করেছেন। জেলাটা চেনেন।’’ প্রসঙ্গত, ২০১৩ সালের পঞ্চায়েত থেকে ২০২২ সালের পুরসভা— বীরভূমের সব নির্বাচনেই বীরভূমের দুর্গরক্ষার ভার নিতেন অনুব্রত। তাঁর ‘ভোট করানোর’ ধরন নিয়ে বিরোধীরা লাগাতার অভিযোগ জানিয়ে এসেছেন। এমনকি নির্বাচন কমিশন তাকে গৃহবন্দিও করেছিল এক সময়, কিন্তু তৃণমূলের সাফল্য আটকানো যায়নি।
advertisement
advertisement
২০২৩ সালের পঞ্চায়েত এবং ২০২৪ সালের লোকসভা ভোটে বীরভূমে তৃণমূলের জয় পেতে অসুবিধা হয়নি। যদিও ওই দুই ভোটের সময়েই অনুব্রত জেলবন্দি ছিলেন। অবশ্য পাশাপাশি অনেকের দাবি, ব্লক এবং অঞ্চল স্তরে অনুব্রত যে ভাবে সংগঠন সাজিয়ে দিয়েছিলেন, তার উপর ভর করেই ভোটের বীরভূমে সাফল্য পেয়েছে তৃণমূল।
advertisement
অনুব্রতকে ‘বাঘ’ বলে সম্বোধন করেছেন পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘‘বাঘ বাঘই থাকে। বাঘ খাঁচার ভিতরে থাকলে শেয়াল, হায়নারা বাইরে থেকে হুঙ্কার দেয়। আর বাইরে বেরোলে তারা পালিয়ে যায়।’’ এর আগে গরুপাচার মামলায় অনুব্রত গ্রেফতার হওয়ার পরেও বীরভূমে এসে তাঁকে ‘বাঘ’ বলে সম্বোধন করেছিলেন ফিরহাদ হাকিম। আপাতত বীরভূমে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নেতারা ব্যস্ত হয়ে পড়েছেন ‘কেষ্টদার’ ফেরার জন্য। আগামী কয়েকদিনেই স্পষ্ট হয়ে যাবে বীরভূমের রাজনীতিতে অনুব্রতর ভূমিকা কী হতে চলেছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC Leader Anubrata Mandal bail: বীরভূমে ফিরছেন অনুব্রত! উৎসাহিত কাজল শেখ থেকে সাংসদ শতাব্দী রায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement