অন্যের হয়েই ভোট দিলেন তৃণমূল নেতা, সরানো হল বুথের প্রিসাইডিং অফিসারকে
Last Updated:
#তারকেশ্বর: অন্যের হয়েই ভোট দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ তারকেশ্বরের তালপুর নষ্করপুরের ঘটনা ৷ এদিন তৃণমূল নেতা মহারাজা নাগকে দেখা গিয়েছে এক বৃদ্ধাকে নিয়ে পোলিং বুথে আসেন ৷ ইভিএম মেশিন পর্যন্ত তাতে নিয়ে যেতে দেখা যায় ৷ অভিযোগ ওই বৃদ্ধার হয়ে তিনি ভোট দিয়ে দিয়েছেন ৷ এরপরই ১১০ নং বুথে অনিয়মের অভিযোগ উঠেছে ৷
খবর প্রকাশ্যে আসতেই ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন ৷ সরানো হয়েছে ১১০ নং বুথের প্রিসাইডিং অফিসারকে ৷
আজ পঞ্চম দফায় দেশের ৫১ কেন্দ্রে ভোটগ্রহণ চলেছে। নজরে রয়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। রাজ্যে এদিন সাত আসনে ভোটগ্রহণ চলছে ৷ সকাল থেকেই বিভিন্ন বুথে উত্তেজনার ঘটনা সামনে এসেছে ৷ বেশ কিছু বুথে ইভিএম বিকল হয়ে পড়ায় বন্ধ ছিল ভোটগ্রহণ ৷ দফায় দফায় দু’দলের কর্মীদের মধ্যে উত্তেজনা ঘটনাও সামনে এসেছে ৷
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 06, 2019 11:40 AM IST