TMC Inner Tussle: অর্জুনের নিশানায় পার্থ'র মন্ত্রক! ব্যারাকপুরে সিং-ভৌমিক দ্বৈরথ

Last Updated:

উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা গঙ্গা ভাঙন সমস্যায় বিপর্যস্ত। ভাঙন মোকাবিলায় কাজ করছে সেচ দফতর। কিন্তু তাতে লাভের লাভ কিছু হচ্ছে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে

গঙ্গা ভাঙন পরিদর্শন
গঙ্গা ভাঙন পরিদর্শন
উত্তর ২৪ পরগনা: অর্জুন সিং-কে নিয়ে ফের অস্বস্তির শাসক শিবিরে। এবার সেচ দফতরের কাজ নিয়ে প্রশ্ন তুললেন ব্যারাকপুরের সাংসদ। ঘটনাচক্রের সেচমন্ত্রীর নাম পার্থ ভৌমিক। যিনি অর্জুনেরই সাংসদ এলাকার অন্তর্গত নৈহাটির বিধায়ক। তাঁর সঙ্গে আবার বিজেপি ঘুরে তৃণমূলের ফেরা অর্জুনের ‘মধুর’ সম্পর্কের কথা রাজ্য রাজনীতির কারোর অজানা নয়। এবার গঙ্গা ভাঙন সমস্যা নিয়ে সেচ দফতরকে কাঠগড়ায় তুলেছেন অর্জুন। যা দেখে অনেকে মনে করছেন আসলে ঘুরিয়ে পার্থকে নিশানা করলেন এই ডাকাবুকো সাংসদ।
উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা গঙ্গা ভাঙন সমস্যায় বিপর্যস্ত। ভাঙন মোকাবিলায় কাজ করছে সেচ দফতর। কিন্তু তাতে লাভের লাভ কিছু হচ্ছে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলের গারুলিয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের গঙ্গার তীরবর্তী কাঙালিঘাট এলাকার দীর্ঘদিনের ভাঙন সমস্যা মেটাতে রাজ্য সেচ দফতর ও পুরসভার উদ্যোগে দেড় কোটি টাকা খরচ করে কাজ শুরু হয়েছে। শালবল্লা দিয়ে ভাঙন রোধ করার কাজ চলছে। কিন্তু এই পদ্ধতিতে কোন‌ও কাজ হবে না, এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক বলে মন্তব্য করেছেন অর্জুন সিং। সেই সঙ্গে বলেন, এইভাবে কাজ করে আসলে টাকার অপচয় হচ্ছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এদিন কাঙালিঘাট অঞ্চলের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে সেচ দফতরের কাজ নিয়ে কার্যত বিস্ফোরক মন্তব্য করেন তিনি। অর্জুনের দাবি, শাল বল্লা দিয়ে কাজের পরিবর্তে পাথরের বোল্ডার দিয়ে কাজ করলে ফল পাওয়া যেত। দরকারে এই কাজের জন্য তিনি নিজের সাংসদ তহবিলের টাকা বরাদ্দ করতেও রাজি আছেন বলে এলাকাবাসীদের জানান অর্জুন। বিষয়টি নিয়ে গারুলিয়ার পুরপ্রধানের সঙ্গে ওকথা বলেন। সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গেও এই বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC Inner Tussle: অর্জুনের নিশানায় পার্থ'র মন্ত্রক! ব্যারাকপুরে সিং-ভৌমিক দ্বৈরথ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement