বিজেপি-তৃণমূল সংঘর্ষে রক্তাক্ত ডোমজুড়, মহিলা-বাচ্চাদেরও রেয়াত করল না দুষ্কৃতিরা

Last Updated:

১৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনের আঘাত গুরুতর।

#ডোমজুড়: রবিবারই ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করেছে বিজেপি। রাজ্যের প্রাক্তন সেচ ও বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন। ডোমজুড় থেকেই এত বছর লড়েছেন তিনি। তাঁর ইচ্ছে ছিল, বিজেপি যেন তাঁকে ডোমজুড় থেকেই টিকিট দেয়। গেরুয়া শিবির তাঁর ইচ্ছেপূরণ করেছে। তবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম প্রার্থী হিসাবে ঘোষণা হওয়ার পরই উত্তপ্ত হল ডোমজুড়। রাতের অন্ধকারে তৃণমূল-বিজেপি সমর্থকদর ব্যাপক সংঘর্ষে রক্তাক্ত ডোমজুড়। জানা গিয়েছে ১৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনের আঘাত গুরুতর। তাঁরা হাসপাতাল ভর্তি হয়েছেন।
ডোমজুড়ের আনন্দনগর এলাকার বিজেপি সমর্থকদের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা রাতের অন্ধকারে তাঁদের মারধর করেছে। বিজেপি সমর্থকদের বাড়ি ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। এমনকী বাড়িতে ঢুকে তাঁদের পরিবারের সদস্যদেরও মারধর করা হয়েছে বলে দাবি করেছেন বিজেপি সমর্থকরা। রেয়াত করা হয়নি বাড়ির বাচ্চা ও মহিলাদেরও। বিজেপিকে সমর্থন করার জন্যই এমন শাস্তি। দাবি গেরুয়া শিবিরের সমর্থকদের। বহুদিন ধরেই ওই এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা তোলাবাজি করে। এমনকী এলাকায় একাধিক বেআইনি কাজের সঙ্গেও তাঁরা যুক্ত। সেসবের প্রতিবাদ করাতেই হামলা বলে দাবি করেছেন আক্রান্ত বিজেপি সমর্থকরা।
advertisement
রাতের অন্ধকারে ধারালো অস্ত্র নিয়ে দুষ্কৃতিরা তাঁদের উপর চড়াও হয় বলে দাবি করেছেন বিজেপি সমর্থকরা। এমনকী দুষ্কৃতিদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলেও দাবি করেছেন কেউ কেউ। রাতের অন্ধকারে তারা রীতিমতো তাণ্ডব চালায় বলে অভিযোগ। খবর পেয়ে রাতেই এলাকায় আসে বিশাল পুলিস বাহিনী। আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। এলাকায় থমথমে পরিবেশ। বিশাল পুলিস বাহিনী ও র‌্যাফ নেমেছে রাস্তায়। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একের পর এক হিংসার খবর আসছে। ভোটের আগে এটাই যেন দস্তুর। ভোট আসে, যায়। কিন্তু এই হিংসা, হানাহানির পরম্পরা যেন বাংলা থেকে কিছুতেই বিদায় নেয় না।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিজেপি-তৃণমূল সংঘর্ষে রক্তাক্ত ডোমজুড়, মহিলা-বাচ্চাদেরও রেয়াত করল না দুষ্কৃতিরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement