TMC-BJP: উত্তরবঙ্গে “ম্যানমেড বন্যা” করেছে বিজেপি, তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে হামলা, প্রতিবাদে বাইক মিছিল শাসক দলের!
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
পরিকল্পিতভাবে উত্তরবঙ্গে “ম্যানমেড বন্যা” করেছে বিজেপি, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি ও বাংলার মানুষদের ওপর বৈষম্যমূলক আচরণ, পাশাপাশি ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে হামলার প্রতিবাদে বাইক মিছিল তৃণমূলের।
সোমনাথ ঘোষ/ চুঁচুড়া: পরিকল্পিতভাবে উত্তরবঙ্গে “ম্যানমেড বন্যা” করেছে বিজেপি, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি ও বাংলার মানুষদের ওপর বৈষম্যমূলক আচরণ, পাশাপাশি ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে হামলার প্রতিবাদে বাইক মিছিল তৃণমূলের।
আরও পড়ুনঃ মাত্র ৫ মিনিটের মধ্যে ঘর বা উঠোনের শ্যাওলা দূর করুন, এই দুর্দান্ত টিপস মানলে দীপাবলিতে ঘরও আলো ছড়াবে
চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এই বাইক মিছিল পোলবার সংগ্রামপুর থেকে শুরু হয়ে পোলবা,রাজহাট,দেবানন্দপুর,ব্যান্ডেল,বালির মোর ঘড়ির মোর হয়ে চুঁচুড়ার খাদিনা মোরে শেষ হয়। বিধানসভার বিভিন্ন অঞ্চল থেকে কয়েক হাজার তৃণমূল কর্মী ও সমর্থকরা যোগ দেন।বিধায়ক অসিত মজুমদার বলেন, “যেভাবে সারা দেশজুড়ে বাংলার মানুষ ও বাঙালিদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ করা হচ্ছে।আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে লড়ছি এবং বাংলার মর্যাদা রক্ষায় লড়াই চালিয়ে যাব।
advertisement
advertisement
উত্তরবঙ্গে যে বন্যা হয়েছে তা ম্যানমেড বিজেপি বাংলাকে ভাতে মারতে চায় বলে অভিযোগ তৃনমূল বিধায়কের। বাইক মিছিলে হেলমেট না পরা প্রসঙ্গে বিধায়কের দাবী,বাইরে থেকে লোক ঢুকে পরেছিল। জবাবে বিজেপি নেতা সুরেশ সাউ বলেন,নিজেদের অপদার্থতা ঢাকতে ম্যানমেড বন্যার তত্ত্ব খাড়া করে তৃণমূল।আগামী দিনে হয়তো বলবে লন্ডন আমেরিকা থেকে জল ঢুকিয়ে দিচ্ছে।আর এর জবাব ২০২৬-এ মানুষ দেবে ভোটের মাধ্যমে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 12, 2025 4:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC-BJP: উত্তরবঙ্গে “ম্যানমেড বন্যা” করেছে বিজেপি, তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে হামলা, প্রতিবাদে বাইক মিছিল শাসক দলের!