উপনির্বাচনে সবুজ ঝড়, নোয়াপাড়া ও উলুবেড়িয়া দুই কেন্দ্রেই বিপুল ব্যবধানে জয়ী তৃণমূল
Last Updated:
উপনির্বাচনে সবুজ ঝড়, নোয়াপাড়া ও উলুবেড়িয়া দুই কেন্দ্রেই বিপুল ব্যবধানে জয়ী তৃণমূল
#কলকাতা: প্রত্যাশামতই নোয়াপাড়া-উলুবেড়িয়া আসনে জয় পেল শাসদকদল। উলুবেড়িয়ায় রেকর্ড ভোটে জয়ী প্রার্থী সাজদা আহমেদ। হাত ছেড়ে নোয়াপাড়ায় ফুটল ঘাসফুল। তবে, দু জায়গাতেই দ্বিতীয় শক্তি হিসেবে বিজেপির উঠে আসা চিন্তায় রাখবে তৃণমূল কংগ্রেসকে। সিপিএম তৃতীয় স্থানে, প্রায় ধুয়েমুছে গেল কংগ্রেস। পঞ্চায়েত ভোটের আগে অ্যাসিড টেস্টে জয়ী তৃণমূল।
উলুবেড়িয়া
উলুবেড়িয়ায় এবার রেকর্ড জয় শাসকদলের। জয়ের ব্যবধান প্রায় ৪,৭৪,৫৪১ ভোট। সাংসদ সুলতান আহমেদের মৃত্যুর পর সাত বিধানসভা কেন্দ্রের উলুবেড়িয়া উপনির্বাচনে প্রার্থী করা হয় তাঁর স্ত্রী সাজদা আহমেদকে। একসময়ের বাম দুর্গ উলুবেড়িয়ায় ২০১৪-য়ে সুলতান আহমেদের হাত ধরেই ঘাসফুল ফোটে। ৯৮ হাজারেরও বেশি ভোটে জয়ী হন তিনি। ৪৮ শতাংশের বেশি ভোট ছিল তাঁর দখলে। এবার ছাপিয়ে গেছে সব রেকর্ড।
advertisement
advertisement
এক নজরে ভোটের ফল
--৪,৭৪,২০১ ভোটে জয়ী তৃণমূল
--তৃণমূলের সাজদা আহমেদ: ৭৬৭২১৯
--বিজেপির অনুপম মল্লিক: ২৯৩০১৮
--সিপিএমের সাবিরুদ্দিন মোল্লা: ১৩৮৭৯২
--কংগ্রেসের এম হোসেন ওয়ারসি:২৩১০৮
--নোটা :১১৭৬৮
সাংসদ সুলতান আহমেদের মৃত্যুর পর সাত বিধানসভা কেন্দ্রের উলুবেড়িয়া উপনির্বাচনে এবার প্রার্থী করা হয় তাঁর স্ত্রী সাজহা আহমেদকে। একসময়ের বাম দুর্গ উলুবেড়িয়ায় ২০১৪-য়ে সুলতান আহমেদের হাত ধরেই ঘাসফুল ফোটে। ৯৮ হাজারেরও বেশি ভোটে জয়ী হন তিনি। ৪৮ শতাংশের বেশি ভোট ছিল তাঁর দখলে। এবার ছাপিয়ে গেছে সব রেকর্ড।
advertisement
তবে একসময়ের বাম দূর্গ উলুবেড়িয়ায় উল্লেখযোগ্যভাবে সিপিএমকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। তাদের দাবি, সংখ্যালঘু ভোট গিয়েছে তৃণমূলের ঘরে। ঘর ভেঙেছে বামেদেরও।
নোয়াপাড়া
২০১৬-র বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট বেঁধে নোয়াপাড়া আসন ছিনিয়ে নিয়েছিলেন কংগ্রেসের মধুসূদন ঘোষ। তিনি মারা যাওয়াতেই উপনির্বাচন। এই আসনে ৬৩,০১৮ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুনীল সিং। ২০১৬-র সবুজ ঝড়ে যে গুটি কয়েক আসন বিরোধীদের দখলে গিয়েছিল, তাদের মধ্যে অন্যতম ছিল নোয়াপাড়া।
advertisement
গতবার বিয়াল্লিশ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিল তৃণমূল। এবার ঘাসফুলের ঝুলিতে তিপ্পান্ন শতাংশ ভোট। বিজেপি পেয়েছিল তের শতাংশ ভোট। সাত শতাংশ ভোট বাড়িয়ে এবার তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। সিপিএম উনিশ শতাংশ। কংগ্রেস মাত্র পাঁচ শতাংশ। কিন্তু দিনের শেষে শাসকদলের চিন্তা বাড়িয়েছে ৩৮,৭১১ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে আসা বিজেপি।
advertisement
ঘাসফুল ফুটল নোয়াপাড়ায়, এক নজরে ভোটের ফল,
-৬৩,০১৮ ভোটে জয়ী তৃণমূল
-তৃণমূলের সুনীল সিং: ১,০১,৭২৯
-বিজেপির সন্দীপ বন্দ্যোপাধ্যায়: ৩৮,৭১১
-সিপিএমের গার্গী চট্টোপাধ্যায়: ৩৫,৪৯৭
-কংগ্রেসের গৌতম বসু: ১০,৫২৭
-নোটা: ৩,৬২৭
পঞ্চায়েত ভোটের আগে এই ভোট ছিল অ্যাসিড টেস্ট। তাতে সসম্মানে পাস তৃণমূল। কিন্তু থেকেই গেল বিজেপি কাঁটা। ঘাসফুলে গেরুয়া রঙ কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার।
.quote-box { font-size: 18px; line-height: 28px; color: #767676; padding: 15px 0 0 90px; width:70%; margin:auto; position: relative; font-style: italic; font-weight: bold; }
.quote-box img { position: absolute; top: 0; left: 30px; width: 50px; }
.special-text { font-size: 18px; line-height: 28px; color: #505050; margin: 20px 40px 0px 100px; border-left: 8px solid #ee1b24; padding: 10px 10px 10px 30px; font-style: italic; font-weight: bold; }
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
@media only screen and (max-width:740px) {
.quote-box {font-size: 16px; line-height: 24px; color: #505050; margin-top: 30px; padding: 0px 20px 0px 45px; position: relative; font-style: italic; font-weight: bold; }
.special-text{font-size:18px; line-height:28px; color:#505050; margin:20px 40px 0px 20px; border-left:8px solid #ee1b24; padding:10px 10px 10px 15px; font-style:italic; font-weight:bold}
.quote-box img{width:30px; left:6px}
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
}
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 01, 2018 6:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উপনির্বাচনে সবুজ ঝড়, নোয়াপাড়া ও উলুবেড়িয়া দুই কেন্দ্রেই বিপুল ব্যবধানে জয়ী তৃণমূল