Hooghly: রাতের অন্ধকারে পুরনো ব্যালট পেপার, ভোটার কার্ড সব বিক্রি হচ্ছে! বড় অভিযোগ বিজেপির, পাল্টা দাবি শাসক দলের
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Hooghly: পোলবা বিডিও অফিস থেকে ব্যালট পেপার ভোটার কার্ড পুরোনো কাগজপত্র বিক্রির অভিযোগ বিজেপির।
হুগলি: পোলবা বিডিও অফিস থেকে ব্যালট পেপার ভোটার কার্ড পুরোনো কাগজপত্র বিক্রির অভিযোগ বিজেপির। পোলবা বিডিও অফিস থেকে রাতের অন্ধকারে ব্যালট পেপার ভোটার কার্ড পুরোনো কাগজপত্র, টিনের বাক্স গাড়িতে বোঝাই হচ্ছে। জানতে পেরে বিজেপি কর্মীরা গিয়ে আটকায় বলেই জানা গিয়েছে। সরকারি নিয়ম মেনে টেন্ডার করে পুরোনো কাগজ বিক্রি হয়েছে বলেই দাবী শাসক দল ও ব্লক প্রশাসনের।
পোলবা দাদপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বিজেপি’র অর্ঘ্য চক্রবর্তীর অভিযোগ, ‘‘সরকারি অফিস থেকে সরকারি কাগজ রাতের অন্ধকারে পাচার হচ্ছিল। আমরা জানতে পেরে আটকেছি। ভোটার কার্ড, ব্যালট পেপার, বিভিন্ন ভাতার আবেদন পত্র টিনের বাক্স ছিল।’’
advertisement
advertisement
পঞ্চায়েত সমিতির-সহ সভাপতি তানসেন মণ্ডল বলেন, বিডিও অফিসের ভিতরে একটি গোডাউন মেরামত করার প্রয়োজন। যে গোডাউনে অনেক পুরনো কাগজপত্র পড়ে পড়ে নষ্ট হচ্ছিল। গত মাসের ১২ তারিখে অর্থের মিটিংয়ে সিদ্ধান্ত হয় পুরনো নষ্ট হয়ে যাওয়া কাগজপত্র টেন্ডার করে বিক্রি করা হবে।
আরও পড়ুন: বুধের উদয়ে জেগে উঠবে ৪ রাশির ঘুমিয়ে থাকা ভাগ্য! সুখ, সমৃদ্ধি, সফলতা হাতের মুঠোয়…টাকার বৃষ্টি
advertisement
ওপেন টেন্ডারের মাধ্যমে সেই কাগজ বিক্রি করা হয় আশি হাজার টাকায়। যে কিনেছে তিনি গাড়ি লোড করছিলেন তখন বিজেপির কিছু অবাঞ্ছিত লোক বিডিও অফিসে ঢুকে সেই জিনিসপত্র আটকায়। বিজেপি রাজনীতি করার জন্য এসব করছে। কোন ভাল কাজ উন্নয়নমূলক কাজে তাদের পাওয়া যায় না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 08, 2024 8:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly: রাতের অন্ধকারে পুরনো ব্যালট পেপার, ভোটার কার্ড সব বিক্রি হচ্ছে! বড় অভিযোগ বিজেপির, পাল্টা দাবি শাসক দলের









