Hooghly News: হুগলির তিতাসের গতিতে ধরাশায়ী ব্রিটিশরা, গর্বিত পরিবার থেকে কোচ
- Edited by:Sudip Paul
- hyperlocal
Last Updated:
Hooghly News: ক্রিকেটের ইতিহাসে প্রথম মহিলা বিশ্বকাপে দেশের নাম লেখাল উইমেন ব্লু ব্রিগেট। আর ফাইনালের ভারতের জয়ের পিছনে সবথেকে বড় অবদান যিনি রেখেছেন তিনি হলেন তিতার সাধু।
হুগলি: প্রথম মহিলা অনূর্ধ্ব ১৯ টি-২০ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ক্রিকেটের ইতিহাসে প্রথম মহিলা বিশ্বকাপে দেশের নাম লিখিয়েছে মহিলা টিম ইন্ডিয়া। আর ফাইনালের ভারতের জয়ের পিছনে সবথেকে বড় অবদান যিনি রেখেছেন তিনি হলেন বাংলার তিতার সাধু। ফাইনালে প্লেয়ার অফ দ্যা ম্যাচ হয়েছেন তিতাস। বিশ্বজয়ের পর উৎসবের পরিবেশ হুগলির চুঁচুড়ায়। ভারতের একমাত্র পেস বোলার হুগলির চুঁচুড়ার মেয়ে। তাঁর অনবদ্য বোলিংয়ের সামনে টিকতেই পারেনি ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। চার ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে দুই উইকেট নেন তিতাস। ৬৮ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ৭ উইকেটে জয়ী হয় ভারতের মহিলা ক্রিকেট দল।
তিতাসের বাবা রণদীপ সাধু বলেন, প্রত্যাশা করেছিলাম মেয়ে ভালো বল করবে, সেই প্রত্যাশা পূরণ হল। ভারতের জয়ের পর তিনি বলেন, মেয়ে অত্যন্ত ভালো খেলেছে। প্রথম প্রতিযোগিতাতেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ৮০ শতাংশ বল যেখানে করা উচিত সেখানেই রেখেছিল। ভারতের খেলোয়াররা বল থেকে ব্যাট, ফিল্ডিং সবটাই ভালো করেছে। যার ফলে প্রতিপক্ষের জেতা সম্ভব হয়নি। টুর্নামেন্ট শুরুতে একটু সমস্যা থাকে, কিন্তু যত খেলার গভীরে যায় ততই ভালো খেলতে থাকে। মেয়েকে বলব জাতীয় দলে খেলার জন্য আরও ভালো প্র্যাক্টিস করতে।
advertisement
advertisement
তিতাসের কোচ প্রিয়ঙ্কর মুখোপাধ্যায় বলেন,'সবচেয়ে আনন্দ হচ্ছে আমার। ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মাটিতে এই ধরনের পারফরম্যান্স করা ভবিষ্যতে হয়তো ওর জন্য বেটার কিছু অপেক্ষা করছে। সেমিফাইনাল থেকে যেটা আমি চাইছিলাম সেটাই তিতাস করেছে।' এছাড়াও স্থানীয়দের মতে, চাকদা এক্সপ্রেস ঝুলন গোস্বামী অবসর নিয়েছেন তার জায়গা তিতাস পূরন করতে পারবে কিনা তা ভবিষ্যত বলবে।তবে ঝুলনের মত হতে গেলে ম্যাচফিট থাকতে হবে দীর্ঘদিন খেলার মানসিকতা রাখতে হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2023 6:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: হুগলির তিতাসের গতিতে ধরাশায়ী ব্রিটিশরা, গর্বিত পরিবার থেকে কোচ