হুগলি: প্রথম মহিলা অনূর্ধ্ব ১৯ টি-২০ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ক্রিকেটের ইতিহাসে প্রথম মহিলা বিশ্বকাপে দেশের নাম লিখিয়েছে মহিলা টিম ইন্ডিয়া। আর ফাইনালের ভারতের জয়ের পিছনে সবথেকে বড় অবদান যিনি রেখেছেন তিনি হলেন বাংলার তিতার সাধু। ফাইনালে প্লেয়ার অফ দ্যা ম্যাচ হয়েছেন তিতাস। বিশ্বজয়ের পর উৎসবের পরিবেশ হুগলির চুঁচুড়ায়। ভারতের একমাত্র পেস বোলার হুগলির চুঁচুড়ার মেয়ে। তাঁর অনবদ্য বোলিংয়ের সামনে টিকতেই পারেনি ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। চার ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে দুই উইকেট নেন তিতাস। ৬৮ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ৭ উইকেটে জয়ী হয় ভারতের মহিলা ক্রিকেট দল।
তিতাসের বাবা রণদীপ সাধু বলেন, প্রত্যাশা করেছিলাম মেয়ে ভালো বল করবে, সেই প্রত্যাশা পূরণ হল। ভারতের জয়ের পর তিনি বলেন, মেয়ে অত্যন্ত ভালো খেলেছে। প্রথম প্রতিযোগিতাতেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ৮০ শতাংশ বল যেখানে করা উচিত সেখানেই রেখেছিল। ভারতের খেলোয়াররা বল থেকে ব্যাট, ফিল্ডিং সবটাই ভালো করেছে। যার ফলে প্রতিপক্ষের জেতা সম্ভব হয়নি। টুর্নামেন্ট শুরুতে একটু সমস্যা থাকে, কিন্তু যত খেলার গভীরে যায় ততই ভালো খেলতে থাকে। মেয়েকে বলব জাতীয় দলে খেলার জন্য আরও ভালো প্র্যাক্টিস করতে।
আরও পড়ুনঃ টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় অনুর্ধ্ব ১৯ মহিলা দলকে শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের
তিতাসের কোচ প্রিয়ঙ্কর মুখোপাধ্যায় বলেন,'সবচেয়ে আনন্দ হচ্ছে আমার। ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মাটিতে এই ধরনের পারফরম্যান্স করা ভবিষ্যতে হয়তো ওর জন্য বেটার কিছু অপেক্ষা করছে। সেমিফাইনাল থেকে যেটা আমি চাইছিলাম সেটাই তিতাস করেছে।' এছাড়াও স্থানীয়দের মতে, চাকদা এক্সপ্রেস ঝুলন গোস্বামী অবসর নিয়েছেন তার জায়গা তিতাস পূরন করতে পারবে কিনা তা ভবিষ্যত বলবে।তবে ঝুলনের মত হতে গেলে ম্যাচফিট থাকতে হবে দীর্ঘদিন খেলার মানসিকতা রাখতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hooghly, Hooghly news, Titas Sadhu, U19 India Team, U19 world cup